Bengaluru Shocker: পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রলোভন দেখিয়ে পড়ুয়াকে যৌন হেনস্থা

বেঙ্গালুরুর প্রাক-বিশ্ববিদ্যালয়ের এক অধ্যক্ষের বিরুদ্ধে ১৬ বছর বয়সী ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে।

Representational Image (File Photo)

বেঙ্গালুরু: প্রাক-বিশ্ববিদ্যালয়ের এক অধ্যক্ষের বিরুদ্ধে ১৬ বছর বয়সী ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। বেঙ্গালুরুর একটি নামজাদা কলেজে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী পড়ুয়ার মা ভ্যালিকাবল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, কলেজ পরীক্ষায় ছাত্রী কম নম্বর পেয়েছিল। ৪০ বছর বয়সী অভিযুক্ত অধ্যক্ষ ১৬ বছর বয়সী পড়ুয়াকে তাঁর চেম্বারে ডাকেন। মেয়েটিকে বলেন পরিক্ষার নম্বর বাড়ানো-কমানো তাঁর হাতে রয়েছে, এরপর পড়ুয়ার শরীরে স্পর্শ করতে শুরু করে। পড়ুয়া সেখান থেকে পালিয়ে এসে বিষয়টি তাঁর বাবা-মাকে জানান। আইপিসি (IPC) ধারা ৩৫৪ (এ) এবং পোসকো (POCSO) আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: Odisha: ঘুমন্ত স্ত্রীর ঘরে বিষাক্ত কোবরা ঢোকালেন স্বামী, সাপের ছোবলে মৃত্যু মা ও একরত্তি মেয়ের