CJI Chandrachud: চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে শুনানির জন্য বিশেষ বেঞ্চ খুলছে সুপ্রিম কোর্ট, জেনে নিন কোনগুলি
আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টে চারটি বিশেষ বেঞ্চ খোলা হচ্ছে চারটি বিষয়ের শুনানির জন্য। সেগুলি হল- ফৌজদারি বিষয়, প্রত্যক্ষ ও পরোক্ষ কর সংক্রান্ত বিষয়, জমি অধিগ্রহণ ও গাড়ি দুর্ঘটনার ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়।
নয়াদিল্লি: ফৌজদারি বিষয় (Criminal matters), প্রত্যক্ষ (direct) ও পরোক্ষ (indirect) কর (tax), জমি অধিগ্রহণ (land acquistion matters) ও গাড়ি দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার (motor accidents claims tribunal) শুনানির (hearing) জন্য এবার চারটি বিশেষ বেঞ্চ (special benches) খুলছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার একথাই জানালেন ভারতের প্রধান বিচারপতি (Chief Justice of India) ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় (Dhananjaya Y Chandrachud)।
এপ্রসঙ্গে তিনি ঘোষণা করেন, আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টে চারটি বিশেষ বেঞ্চ খোলা হচ্ছে চারটি বিষয়ের শুনানির জন্য। সেগুলি হল- ফৌজদারি বিষয়, প্রত্যক্ষ ও পরোক্ষ কর সংক্রান্ত বিষয়, জমি অধিগ্রহণ ও গাড়ি দুর্ঘটনার ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন এই চারটি বিষয়ে পড়ে থাকা মামলাগুলির সংখ্যা দেখেই সচেষ্ট হয়েছে সুপ্রিম কোর্ট। দ্রুত যাতে সেগুলির নিষ্পত্তি করা যাতে তার জন্যই দেশের সর্বোচ্চ আদালত ফের চারটি বিশেষ বেঞ্চ খোলার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে উপকৃত হবেন দেশের অসংখ্য নাগরিক।