Child Died In Turkish Airlines Flight: মর্মান্তিক! চিকিৎসা পরিষেবার অপ্রতুলতার কারণে তুরস্ক এয়ারলাইন্সের বিমানে মৃত নাবালক
চিকিৎসা পরিষেবার অপ্রতুলতার কারণে মৃত্যু হল তুরস্ক এয়ারলাইন্সের বিমানে থাকা ১১ বছরের এক নাবালকের। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার তুরস্ক এয়ারলাইন্সের ইস্তানবুল থেকে নিউইয়র্কগামী একটি বিমানের যাত্রী ছিল ওই নাবালক।
বুদাপেস্ট: চিকিৎসা পরিষেবার অপ্রতুলতার কারণে মৃত্যু হল (died) তুরস্ক এয়ারলাইন্সের বিমানে (Turkish Airlines flight) থাকা ১১ বছরের এক নাবালকের। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার তুরস্ক এয়ারলাইন্সের ইস্তানবুল (Istanbul) থেকে নিউইয়র্কগামী (New York) একটি বিমানের যাত্রী ছিল ওই নাবালক (child)।
উড়ন্ত বিমানে আচমকা অচৈতন্য (losing consciousness) হয়ে পড়ে সে। বিমানের মধ্যে তাকে চিকিৎসা পরিষেবা না দিতে পারার কারণে পাইলট জরুরি অবতরণ (emergency landing) করেন বুদাপেস্ট বিমানবন্দরে (Budapest Airport)। তারপর তুরস্ক এয়ারলাইন্সের টিকে ০০৩ বিমানের ওই যাত্রীর প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করা হয় এয়ারপোর্ট মেডিকাল সার্ভিসের তরফে। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। আরও পড়ুন: Modi Ji Thali: প্রধানমন্ত্রীর সফরের আগে মার্কিন মুলুকে তৈরি 'মোদী জি থালি', দেখুন ভিডিয়ো