Chhatttisgarh Shocker: ৮ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেফতার ১৬ বছরের কিশোর
আট বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধরা পড়ল ১৬ বছরের এক কিশোর। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরবা জেলার বাঙ্গো পুলিশ স্টেশনের অন্তর্গত কুরু ভাতা গ্রামে।
কোরবা: আট বছরের এক নাবালিকাকে (Minor girl) ধর্ষণের (rape) অভিযোগে ধরা পড়ল ১৬ বছরের এক কিশোর। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhatisgarh) কোরবা (Korba) জেলার বাঙ্গো পুলিশ স্টেশনের (Bango police station) অন্তর্গত কুরু ভাতা গ্রামে। ঘটনাটি ঘটার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে গরু চড়াতে জঙ্গল গেছিল ৮ বছরের ওই নাবালিকা। বিষয়টি লক্ষ করে তার পিছনে জঙ্গলে যায় অভিযুক্ত প্রতিবেশী কিশোরও। তারপর নির্জন স্থানে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটি চিৎকার শুরু করলে কিশোরটি এলাকা ছেড়ে পালায়। নাবালিকাটি সন্ধ্যার আগে বাড়ি ফিরে একা একা চুপ করে বসে থাকে। কৃষির কাজ সেরে বাড়ি ফিরে এসে মেয়েটির বাবা-মা চুপ করে থাকার কারণ জানতে চান। ঘরে ও মেয়েটির জামাকাপড়ে রক্তের দাগ দেখে কী হয়েছে প্রশ্ন করেন। কিছুক্ষণ পরে মেয়েটি আতঙ্ক কাটিয়ে বাবা-মাকে সব কথা খুলে বলে। সঙ্গে সঙ্গে নাবালিকাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।
এপ্রসঙ্গে কোরবার এসিপি অভিষেক ভার্মা জানান, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩৭৬ এবি ও পকসো (POCSO) আইনের ৬ নম্বর মামলা দায়ের করার পর তাকে গ্রেপ্তার করে জুভেইনাল হোমে (juvenile home) পাঠানো হয়েছে। তদন্ত চলছে।