Mumbai Shocker: যাত্রী সেজে ট্যাক্সি চালকের সর্বস্ব কাড়ল ডাকাত দল, আক্রান্তের চোখে দিল লংকার গুড়ো
ক্যাব চালককে এলোপাথাড়ি ছুরি মারার পর তাঁর চোখে লংকার গুড়ো ছিটিয়ে দিয়ে ডাকাতি৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাণিজ্য নগরী মুম্বইতে৷ মারধরের পরেই আক্রান্ত ট্যাক্সি চালকের মোবাইল ফোন ও টাকা পয়সা নিয়ে কেটে পড়ে চার ডাকাত৷
মুম্বই, ৬ সেপ্টেম্বর: ক্যাব চালককে এলোপাথাড়ি ছুরি মারার পর তাঁর চোখে লংকার গুড়ো ছিটিয়ে দিয়ে ডাকাতি৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাণিজ্য নগরী মুম্বইতে৷ মারধরের পরেই আক্রান্ত ট্যাক্সি চালকের মোবাইল ফোন ও টাকা পয়সা নিয়ে কেটে পড়ে চার ডাকাত৷ তবে ইতিমধ্যেই মুম্বইয়ের (Mumbai) চুনাভাট্টি থানার পুলিশ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে৷ আক্রান্ত চালকের পরিচয় জানা গেছে৷ তাঁর নাম ললিত তিওয়ারি৷ টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী ঘটনাটি ঘটেছে গত ২ সেপ্টেম্বর রাত তিনটে নাগাদ৷ ওই চারজন বায়কুল্লা এলাকায় প্রথমে ট্যাক্সি চালককে থামায়৷ গন্তব্য মুলুন্দ৷ মুলুন্দের আগেই চেম্বুরের কাছে চার যাত্রীর একজন প্রস্রাব করতে চাইলে এভরাড নগরে থামতে হয় ক্যাব চালককে৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: ফের ৪ লাখের উপরে অ্যাক্টিভ রোগী, তৃতীয় ঢেউয়ের হাতছানিতে বাড়ছে করোনা
প্রায় সঙ্গে সঙ্গে চালকের পাশের আসনে বসে থাকা যাত্রী হিংস্র হয়ে ওঠে৷ অভিযোগ, আচমকাই ছুরি বের করে ললতি তিওয়ারিকে হুমকি দিতে শুরু করে৷ এই সুযোগে পিছনের আসনে বসে থাকা বাকি দুই যাত্রী ভ্যাবাচ্যাকা খেয়ে যাওয়া চালকের কাছ থেকে ১২০০ টাকা ও ফোন কেড়ে নেয়৷ ডাকাতের কবলে পড়েছে বুঝতে পেরেই চালক বাধা দেওয়ার চেষ্টা করলে৷ পাশে বসা যাত্রীর ছুরির আঘাতে তাঁর হাত কেটে যায়৷ এরপরই ললিতের চোখে লংকার গুড়ো ছিটিয়ে চম্পট দেয় ডাকাত দল৷
কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত পুলিশকর্মীর চোকে পড়ে যান আক্রান্ত ট্যাক্সি চালক৷ সঙ্গে সঙ্গেই ওই পুলিশকর্মী স্থানীয় থানায় ডাকাতির খবর জানিয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই এক গুণধর ধরা পড়ে৷ কিছুক্ষণের মধ্যেই নাসিক থেকে বাকি তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতদের কাছ থেকে ১২০০ টাকা ও মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে৷