Buldhana Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস মোদীর

তিনি জানান প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

PM Modi (Photo Credit: IANS)

নয়া দিল্লি, ১ জুলাইঃ  নাগপুর থেকে পুনেগামী বাস দুর্ঘটনা। চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে ২৬ জনের। শুক্রবার রাত দেড়টা নাগাদ বুলধানায় সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে (Buldhana Bus Accident)। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Nadendra Modi)। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি জানান প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Maharashtra CM Eknath Shinde)। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারদের পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন তিনি।

আরও পড়ুনঃ চলন্ত বাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ২৬ জনের, নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের

শনিবার রাত দেড়টা নাগাদ যাত্রী বোঝাই বাসে হঠাৎই আগুন লাগে। নাগপুর থেকে পুনে যাত্রা করছিল ওই বাসটি। বুলধানায় সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে বাসটির একটি টায়ার ফেটে যায়। যার জেরে যাত্রী বোঝাই বাস মাঝ রাস্তায় উলটে পড়ে। টায়ার বিস্ফোরণের ফলে আগুন জ্বলে ওঠে বাসে। সেই আগুন বাসের ডিজেল ট্যাঙ্কটিও ধরে নেয়। নিমেষে দাউ দাউ করে জ্বলে ওঠে আস্ত বাসটি। মৃত্যু হয়েছে ২৬ জন যাত্রীর। ওই বাসে মোট যাত্রা করছিলেন ৩৩ জন। বাকিরা গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে মহারাষ্ট্র সরকার, জানিয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।



@endif