Bhupendra Patel Take Oath: টানা দ্বিতীয়বার গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র প্যাটেল, শপথ গ্রহণে উপস্থিত ছিলেন মোদী, শাহ সহ অন্যান্যরা

গুজরাট বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি। ১৮২ সদস্যের বিধানসভায় বিজেপি রেকর্ড সংখ্যক ১৫৬টি আসন জিতেছে। কংগ্রেস ১৭ টি আসন এবং আম আদমি পার্টি ৫ টি আসনে জয়ী হয়েছে

Gujrat CM Photo Credit: Twitter@ANI

গুজরাটে বিজেপির ঐতিহাসিক জয়ের পর প্রত্যাশামতই  টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন ভূপেন্দ্র প্যাটেল। সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা তাঁর শপথ অনুষ্ঠানে যোগ দেন। রাজ্যপাল আচার্য দেবব্রত ভূপেন্দ্র প্যাটেলকে পদ ও গোপনীয়তার শপথ পড়ান। দেখুন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের এক ঝলক-

গুজরাট বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি। ১৮২ সদস্যের বিধানসভায় বিজেপি রেকর্ড সংখ্যক ১৫৬টি আসন জিতেছে। কংগ্রেস ১৭ টি আসন এবং আম আদমি পার্টি ৫ টি আসনে জয়ী হয়েছে।এই জয়ে বিজেপি গুজরাটে টানা সপ্তম বার জয়লাভ করল।  মন্ত্রীসভার যে মন্ত্রীরা আজ শপথ নিয়েছেন তাঁরা হলেন-

কানুভাই দেশাই

হৃষিকেশ প্যাটেল

রাঘবজি প্যাটেল

বলবন্ত সিং রাজপুত

কুনভারজী বাওয়ালিয়া

মুলুভাই বেরা

ভানুবেন বাবারিয়াথ

কুবের দিডোর

হর্ষ সাংঘভি

জগদীশ বিশ্বকর্মা