Bhojpuri Actress Raped: কাজের প্রলোভন দেখিয়ে হোটেলের ঘরে ভোজপুরি অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, খুনের হুমকি

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয়েছিল দিল্লি নিবাসী ভোজপুরি অভিনেত্রী তথা গায়িকার। গুরুগ্রাম থানায় সোশ্যাল মিডিয়ার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।

Rape Representational Image Photo Credit: File Image

গুরুগ্রাম, ২১ জুলাইঃ কাজ দেওয়ার নাম করে হোটেলে ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ। গুরুগ্রামের উদ্যোগ বিহারের এক হোটেলে ডাকা হয়েছিল ২১ বছরের ওই ভোজপুরি অভিনেত্রীকে (Bhojpuri Actress Raped)। আর সেখানেই তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয়েছিল দিল্লি নিবাসী ভোজপুরি অভিনেত্রী তথা গায়িকার। গুরুগ্রাম থানায় সোশ্যাল মিডিয়ার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।

বন্ধুর বিরুদ্ধে থানার দারস্ত হয়ে ভোজপুরি অভিনেত্রী জানান, দিন কয়েক আগে মহেশ পাণ্ডে নামক ওই ব্যক্তির সঙ্গে তাঁর ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল। ভোজপুরি চলচ্চিত্রে তাঁকে কাজের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। সেই নিয়ে কথা বলার জন্যে উদ্যোগ বিহারের ওই হোটেলে তাঁকে ডেকে পাঠান মহেশ। হোটেলে ঘর আগে থেকেই বুক করে রাখা ছিল। তিনি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেও মদ্যপান শুরু করে দেন অভিযুক্ত। এর পরেই তাঁর উপর জোরজবরদস্তি শুরু। অভিনেত্রী ঘর ছেড়ে বেরিয়ে আসতে চাইলে তাঁকে ধর্ষণ করেন মহেশ পাণ্ডে।

ধর্ষণের ঘটনা যাতে অভিনেত্রী পাঁচকান না করেন সেই নিয়ে তাঁকে মৃত্যু হুমকি দিয়েছিল মহেশের কয়েকজন বন্ধু। এমনকি তাঁর গোপন ভিডিয়ো ফাঁসের ভয়ও দেখিয়েছিল, পুলিশি অভিযোগে জানান ২১ বছরের অভিনেত্রী। ধর্ষণের ঘটনাটি হয়েছিল গত ২৯ জুন। কিন্তু একাধিক হুমকি আসায় ভয়ে কাউকে কিছু জানাননি নির্যাতিতা। তবে ১৯ জুলাই বাধ্য হয়ে পুলিশের দারস্ত হন তিনি। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।



@endif