Bharat Jodo Nyay Yatra: রাহুলের 'মহব্বত কি দুকান'এ সওয়ারি হতে চান? বিশেষ টিকিটের কথা জানালেন কংগ্রেস সম্পাদক জয়রাম রমেশ
রাহুলের ন্যায় যাত্রার জন্যে নির্মিত হয়েছে বিশেষ ভলভো বাস। যার সামনে বড় বড় করে লেখা 'মহব্বত কি দুকান'। আর সেই বাসে উঠতে গেলে লাগবে বিশেষ টিকিট। টিকিটে রয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ছবি। নীচে তাঁর অটোগ্রাফ।
কংগ্রেসের (Congress) প্রথম ভারত জোড়ো যাত্রা দুর্দান্ত সফল। এবার লোকসভা নির্বাচনের মুখে দ্বিতীয় জনসংযোগ যাত্রা। প্রথমটা দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে শুরু হয়ে উত্তরের কাশ্মীরে শেষ হয়েছে। আর দ্বিতীয়টা পূর্বের মণিপুর থেকে পশ্চিমের মুম্বই। তবে এই যাত্রা প্রথম ভারত জোড়োর মত সম্পূর্ণ পায়ে হেঁটে নয়। খানিক পায়ে হেঁটে এবং খানিক বাসে চেপে ভারত জোড়া ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) এগিয়ে নিয়ে যাবেন রাহুন গান্ধী এবং কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কর্মসূচির জন্যে প্রস্তুত করা হয়েছে বিশেষ ভলভো বাস। যার সামনে বড় বড় করে লেখা 'মহব্বত কি দুকান' (Mohabbat Ki Dukaan)। আর সেই বাসে উঠতে গেলে লাগবে বিশেষ টিকিট। টিকিটে রয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছবি। নীচে তাঁর অটোগ্রাফ। সেই তথ্য তুলে ধরেছেন কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh)।
হাতে সেই টিকিট ধরে একটি ছবি নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন প্রবীণ কংগ্রেস নেতা। জানিয়েছেন, 'এটি মহব্বত কি দুকান বাসের টিকিট। যা দিয়ে আপনি ভারত জোড়ো ন্যায় যাত্রায় ভ্রমণ করতে পারবেন। যারা গত ১০ বছরের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়বিচারের এই যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে এবং কথা বলতে চান, তাদের এই ধরনের টিকিট দেওয়া হয়েছে। বাসে ডাকা হয়েছে'।
দেখুন জয়রাম রমেশের পোস্ট...
মণিপুর থেকে মুম্বই পর্যন্ত ৬৬ দিনের ভারত জোড়ো ন্যায় যাত্রায় (Bharat Jodo Nyay Yatra) বেরিয়ে পড়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। রবিবার ১৪ জানুয়ারি মণিপুরের (Manipur) থৌবল জেলা থেকে শুরু হয়েছে যাত্রা। ১৫টি রাজ্যের ১১০টি জেলা ছুঁয়ে মার্চের ২০-২১ তারিখ নাগাদ শেষ হবে। রাহুলের ন্যায় যাত্রার জন্যে নির্মিত হয়েছে বিশেষ ভলভো বাস। ভিড়ের মধ্যে বক্তৃতা দেওয়ার জন্যে বাসে হাইড্রোলিক লিফটের ব্যবস্থা করা রয়েছে। রাহুলের 'মহব্বত কি দুকান' বাসই এখন 'টক অফ দি নেশন'