Bengaluru: স্বামী চকোলেট কিনে না দেওয়ায় অশান্তি, অভিমানে আত্মঘাতী স্ত্রী
গৌতমের ফোনে নন্দিনীর একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। সেখানে নন্দিনী লিখেন, ‘আমি চলে যাচ্ছি। তাড়াতাড়ি বাড়ি এসে বাচ্চাদের খাইয়ে দিও। তোমরা ভালো থেকো’।
বেঙ্গালুরু, ৯ এপ্রিলঃ স্বামী চকোলেট কিনে দিতে অস্বীকার করায় নিজের প্রাণ নিলেন স্ত্রী। ২৫ বছরের যুবতীর কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। বৃহস্পতিবার রাতে ২৫ বছরের নন্দিনী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন। আত্মহত্যার আগে স্বামীকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে লেখেন, ‘আমি চলে যাচ্ছি’।
পুলিশ সূত্রে খবর, মৃতা নন্দিনী এবং স্বামী গৌতম একে অপরকে সেই কলেজ জীবন থেকে চেনেন। দীর্ঘ দিনের বিবাহিত জীবনে তাঁদের দুই সন্তান রয়েছে। গৌতম একটি নাপিতের দোকানে কাজ করেন। মৃতার স্বামী পুলিশকে জানায়, ঘটনার দিন সকালে তিনি যখন দোকানে বেরচ্ছিলেন দুজনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। তবে বচসার শেষে নন্দিনী তাঁকে বলেছিলেন, আসার সময় চকোলেট নিয়ে বাড়ি আসতে। সে দোকানে বেরিয়ে যাওয়া পর নন্দিনী তাঁকে বারে বারে ফোন করতে থাকে। কিন্তু স্ত্রীর ফোন তিনি একবারও তোলেননি।
রাত তখন ১১:৪৫, গৌতমের ফোনে নন্দিনীর একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। সেখানে নন্দিনী লিখেন, ‘আমি চলে যাচ্ছি। তাড়াতাড়ি বাড়ি এসে বাচ্চাদের খাইয়ে দিও। তোমরা ভালো থেকো’।
নন্দিনীর মেসেজ দেখা মাত্রই স্ত্রীকে একের পর এক ফোন করতে থাকে গৌতম। কিন্তু কেউ ফোন না তোলায় দুশ্চিন্তা শুরু হয়। তড়িঘড়ি গৌতম বাড়ি ফিরে নন্দিনীর ঝুলন্ত দেহ দেখেন।