IndiGo: জ্বালানি শেষ হতে আর মিনিট ২ বাকি, যাত্রীদের জীবনের চরম ঝুঁকি, ইন্ডিগোর বিরুদ্ধে উঠল নিয়ম লঙ্ঘের অভিযোগ
দুবার অবতারণের চেষ্টাও ব্যর্থ হয়। আকাশে পাক খেতে খেতে কেটে যায় প্রায় ৭৫ মিনিট। ক্রমশ জ্বালানি কমছে।
নয়া দিল্লি, ১৫ এপ্রিলঃ উড়ানের কিছুক্ষণের মধ্যেই চালক লক্ষ্য করলেন বিমানের মধ্যে পর্যাপ্ত জ্বালানি নেই। তৎক্ষণাৎ বিমানের গন্তব্য ঘুরিয়ে অপর এক বিমানবন্দরে আপৎকালীন অবতারণ করান চালক। ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১৩ এপ্রিল, অযোধ্যা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিগো (IndiGo) 6E 2702 বিমানটি। অযোধ্যা থেকে যাত্রী বোঝাই বিমান রওনা দেওয়ার পর চালক ঘোষণা করে, দিল্লিতে আবহাওয়া খারাপ থাকার কারণে বিমানটি সেখানে অবতারণ করতে পারবে না। অন্যদিকে বিমানের জ্বালানি ছিল শেষের পথে। আকশপথে বেশ অনেকক্ষণ বিমানটি ঘোরাফেরা করে। দুবার অবতারণের চেষ্টাও ব্যর্থ হয়। আকাশে পাক খেতে খেতে কেটে যায় প্রায় ৭৫ মিনিট। ক্রমশ জ্বালানি কমছে। এর পর বিমানটি চণ্ডীগড়ে ঘুরিয়ে নিয়ে যায় চালক। চণ্ডীগড় বিমানবন্দরে নিরাপদে নামানো হয়।
জ্বালানি শেষ হওয়ার একেবারে অন্তিম মুহূর্তে এসে পাইলট বিমানের পথ ঘুরিয়ে চণ্ডীগড়ে নিয়ে যান। আকাশপথে অপেক্ষারত সময়ে যেকোনো বিপদ ঘটে যেতে পারত বলেই আশঙ্কা করেছিল যাত্রীরা। বাঁচবেন কি মরবেন এই আশঙ্কায় বমি করতে শুরু করেন বহু যাত্রী। অসুস্থ হয়ে পড়েন কিছু বিমান ক্রু সদস্যরাও। কয়েক মিনিট এদিক ওদিক হলেও যাত্রী সহ বিমানটি আছড়ে পড়ত।
বিমানের এক যাত্রী এবং একজন অবসরপ্রাপ্ত বিমান চালক অভিযোগ করেছেন যে, ইন্ডিগো বিমানটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (SOPs) লঙ্ঘন করেছে। যা যাত্রী নিরাপত্তা ঘিরে উদ্বেগ সৃষ্টি করেছে।