Asia Cup 2025 Schedule, Squad, Live Streaming: মঙ্গলবার শুরু এশিয়া কাপ, জানুন সূচি, গ্রুপ, স্কোয়াড কোথায় বিনামূল্যে দেখা যাবে

আগামিকাল, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ টি-২০। এবার এশিয়া কাপের আসর বসছে সংযুক্ত আরবআমিরশাহি-তে। অংশগ্রহণকারী মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করে শুরু হচ্ছে টুর্নামেন্টে। গতবারের চ্যাম্পিয়ন ভারত এবার এশিয়া কাপে নামছে সূর্যকুমার যাদবের নেতৃত্বে।

Jasprit Bumrah. (Photo Credits:X)

আগামিকাল, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ টি-২০। এবার এশিয়া কাপের আসর বসছে সংযুক্ত আরবআমিরশাহি-তে। অংশগ্রহণকারী মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করে শুরু হচ্ছে টুর্নামেন্টে। গতবারের চ্যাম্পিয়ন ভারত এবার এশিয়া কাপে নামছে সূর্যকুমার যাদবের নেতৃত্বে। ভারত টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও একেবারে অপ্রতিরোধ্য ফর্মে আছে। ভারতের গ্রুপে আছে পাকিস্তান, আয়োজক দেশ সংযুক্ত আরবআমিরশাহি বা ইউএই ও ওমান। অন্যদিকে, গ্রুপ বি-তে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। পহেলমা হামলার পর অপারেশন সিঁদুর ও দুই দেশের যুদ্ধ পরিস্থিতির পর এই প্রথম বাইশ গজে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সন্ত্রাসবাদে মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে বহু ভারতীয়র মনেই প্রশ্ন আছে। তবু ১৪ সেপ্টেম্বর গ্রুপের ম্যাচে দুবাইতে খেলবে ভারত ও পাকিস্তান। গ্রুপ থেকে দুটি করে দরল সুপার ফোরে উঠবে।

হট ফেভারিট তকমা নিয়ে নামছে ভারত, আন্ডারডগ শ্রীলঙ্কা

সুপার ফোরে চারটি দেশ একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। খুব বড় অঘটন না ঘটলে ২১ সেপ্টেম্বর দুবাইতে সুপার ফোরের ম্যাচে খেলবে ভারত ও পাকিস্তান। টিম ইন্ডিয়া এবারের এশিয়া কাপে হট ফেভারিট হিসাবে নামছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের অবসরের পরেও সূর্যকুমার যাদবের দলে ম্যাচ উইনারের অভাব নেই। তুরুপের তাস অবশ্যই হার্দিক পান্ডিয়া ও জশপ্রীত বুমরা। সসমন আঘার নেতৃত্বে পাকিস্তান একেবারেই ফর্মে নেই। তুলনায় শ্রীলঙ্কা ছন্দে রয়েছে। বাংলাদেশ টি-২০-তে কোনওদিন তেমন সুবিধা করতে পারে না। তবে লিটন দাসের নেতৃত্বে এবারের বাংলাদেশ তুলনায় সুসংহত। তবে গ্রুপের বাধা টপকাতে হলে বাংলাদেশকে হারাতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে। রশিদ খানের আফগানিস্তান আবার এখন যা খেলছে তাতে তাদের হারনোটা মোটেও সহজ কথা নয়।

দেখুন ভিডিও

এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ বিন্যাস

গ্রুপ এ-ভারত, পাকিস্তান, ইউএই, ওমান।

গ্রুপ বি- শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং।

সুপার ফোর পর্ব

সুপার ফোর- দুটি গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দেশ। রাউন্ড রবীন লিগ ভিত্তিতে চারটি দেশ একে অপরের সঙ্গে খেলবে। সুপার ফোরের প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর।

ফাইনাল-

সুপার ফোরের প্রথম দুটি দেশ। ২৮ সেপ্টেম্বর, দুবাই।

টিম ইন্ডিয়ার সূচি

লিগ পর্বে:

১০ সেপ্টেম্বর- ইউএই-র বিরুদ্ধে (দুবাই)

১৪ সেপ্টেম্বর- পাকিস্তানের বিরুদ্ধে (দুবাই)

১৯ সেপ্টেম্বর- ওমানের বিরুদ্ধে (আবুধাবি)

সুপার ফোর পর্বে (টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রতিপক্ষ):

২১ সেপ্টেম্বর: পাকিস্তানের বিরুদ্ধে (দুবাই)

২৪ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা/আফগানিস্তান/বাংলাদেশের বিরুদ্ধে (দুবাই)

২৬ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা/আফগানিস্তান/বাংলাদেশের বিরুদ্ধে (দুবাই)

(গ্রুপ পর্বে ভারত চ্যাম্পিয়ন হলে এমন সূচিই হবে)

ফাইনাল:

২৮ সেপ্টেম্বর: দুবাই।

(সব ম্য়াচ ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে)

এশিয়া কাপে টিম ইন্ডিয়ার স্কোয়াড-

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শুভমন গিল (সহ অধিনায়ক), তিলক ভর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, জশপ্রীত বুমরা, আর্শদীপ সিং।

টিভিতে কোথায় দেখা যাবে ম্যাচগুলি

ভারতে এশিয়া কাপ ২০২৫ এর অফিসিয়াল সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)-র বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। ডিডি ফ্রি ডিশের মাধ্যমেও দেখা যাবে খেলা। সোনি স্পোর্টস ১, সোনি স্পোর্টস ৩, সোনি স্পোর্টস ৪, সোনি স্পোর্টস ৫-চ্যানেলে সরাসরি দেখা যাবে এশিয়া কাপের সব ম্যাচগুলি।

অনলাইনে কীভাবে দেখা যাবে এশিয়া কাপ ২০২৫-র ম্যাচগুলি

একই সঙ্গে মোবাইল বা ল্যাপটপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে SonyLIV অ্যাপে। এই অ্যাপ যদি না থাকে তাহলে ডাউনলোড করে ৩৯৯ টাকার প্রিমিয়াম মাসিক প্যাকের রিচার্জ করতে হবে। এছাড়া ৬৯৯ টাকায় শুধু মোবাইলের জন্য বার্ষিক প্যাকের সাবস্ক্রিপশন নিতে পারেন। এর পাশাপাশি ১৪৯৯ টাকার বার্ষিক প্রিমিয়াম প্যাকও নিতে পারেন। ফ্রিতে দেখতে হলে JioFiber বা বেশ কিছু টেলিকম কোম্পানির WiFi রিচার্জ প্ল্যানের সাথে SonyLIV-এর ফ্রি সাবস্ক্রিপশন পেতে পারেন। ফোনের রিচার্জ প্ল্যানেও এই সুবিধা দেওয়া হয়।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement