Maharashtra: পুনে শহরের টু-হুইলার সার্ভিস স্টেশনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২৫টি মোটরসাইকেল
আজ সকালে পুনে শহরের একটি টু-হুইলার সার্ভিস স্টেশনে আগুন লাগে। প্রায় ২৫টি মোটরসাইকেল আগুনে পুড়ে গিয়েছে।
মহারাষ্ট্র: পুনে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ সকালে পুনে শহরের (Pune City) একটি টু-হুইলার সার্ভিস স্টেশনে আগুন লাগে। প্রায় ২৫টি মোটরসাইকেল (Motorcycles) আগুনে পুড়ে গিয়েছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঠিক কী কারণে আগুন লাগে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন
আজ পুনে জেলার সুপে এলাকার দণ্ডওয়াড়ি উত্তর খোপওয়াড়ি এলাকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক কৃষকের। কৃষক শাহজি রামচন্দ্র খেতে কাজ করার সময় বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে মারা যান।