Andhra Pradesh Shocker: করোনার ভয়ে ২ বছর ধরে গৃহবন্দী মা-মেয়ে, নাজেহাল বাবা
অমরাবতী, ২১ ডিসেম্বুরঃ অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) কাকিনাড়া জেলার এক মা এবং তাঁর মেয়ে বিগত দুই বছর ধরে নিজেদের ঘরবন্দি করে রেখেছেন। করোনার (Corona Virus) ভয়ে দুই বছর ঘর থেকে বেরোয়নি ওই মা এবং মেয়ে। মঙ্গলবার কাকিনাড়া জেলার ওই মা-মেয়ের আজব কাণ্ড প্রকাশ্যে আসে (Andhra Pradesh Shocker)। ‘ঘর হোক কিংবা বাইরে মাস্ক আবশ্যিক’
দুই বছর যাবত গৃহবন্দী থাকায় পরিবারের সদস্যরা বাধ্য হয়ে খবর দেন জেলা স্বাস্থ্য দপ্তরে। মা-মেয়েকে জেলার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। স্বাস্থ্যকর্মীরা তাঁদের নিয়ে যেতে এলে প্রথমে ঘরের দরজা খুলতে অস্বীকার করেন তাঁরা। বহু জোরাজুরির পর অবশেষে দু বছর পর দরজা খুলে বেরিয়ে আসেন মা ও তাঁর মেয়ে। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে জেলা হাসপাতালে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুই মহিলাই মানসিকভাবে অসুস্থ। ২০২০ সালে যখন বিশ্ব জুড়ে করোনার প্রাদুর্ভাব ধীরে ধীরে বাড়ছে সেই সময়ে অন্ধ্র প্রদেশের মেয়ে মণি এবং তাঁর মা দুর্গা ভবানী নিজেদেরকে ঘরবন্দি করে রাখার সিদ্ধান্ত নেয়। যত সময় এগিয়েছে কোভিড পরিস্থিতি আবার স্বাভাবিক হয়েছে। কিন্তু ওই মা-মেয়ে আজও নিজেদের ঘর বন্দি রেখেছিলেন।
মহিলার স্বামী এসে খাবার এবং জল দিয়ে যেত তাঁদের জন্যে। কিন্তু গত এক সপ্তাহ ধরে স্বামীকেও আর ঘরে ঢুকতে দিচ্ছিলেন না মণি। এরপরই জেলা আধিকারিকদের খবর দেয় স্বামী। স্বাস্থ্যকর্মীরা এসে মহিলা এবং তাঁর মেয়েকে ঘর থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়েছে।