Akasa Air Flight: মাঝ আকাশে বোমাতঙ্ক, বারাণসী বিমানবন্দরে জরুরি অবতারণ আকাসা এয়ার বিমানের

শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ ১৬৬ জন যাত্রী নিয়ে মুম্বই থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা দেয় আকাসা এয়ার। আকাসার সোশ্যাল হ্যান্ডেলে বিমানের মধ্যে বোম্ব হয়েছে বলে মেসেজ আসে। এরপরেই শুরু হয় তৎপরতা।

Akasa Air (Photo Credit: ANI/Twitter)

বারাণসী, ৩০ সেপ্টেম্বরঃ মুম্বই (Mumbai) থেকে বারাণসীগামী (Varanasi) আকাসা এয়ার বিমানে (Akasa Air Flight) বোমাতঙ্ক। তড়িঘড়ি বিমান অবতারণ করা হল বারাণসী বিমানবন্দরে (Varanasi Airport)। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ ১৬৬ জন যাত্রী নিয়ে মুম্বই থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা দেয় আকাসা এয়ার। আকাসার সোশ্যাল হ্যান্ডেলে বিমানের মধ্যে বোম্ব হয়েছে বলে মেসেজ আসে। এরপরেই শুরু হয় তৎপরতা। বারাণসী এয়ার ট্রাফিক কন্ট্রোলার সঙ্গে সঙ্গে QP 1498 বিমানের পাইলটের কাছে 'জরুরি বার্তা' পাঠায়। বোমাতঙ্কের কথা জানতে পারা মাত্রই বিমানের জরুরি অবতারণের প্রস্তুতি শুরু হয়। বিমান যাত্রীদের মধ্যেও আতঙ্কত ছড়ায়। বারাণসী বিমানবন্দরে সতর্কবার্তা দেওয়া হয়।

বিমানবন্দরে  একটি বিচ্ছন্ন রানওয়েতে বিমানটি  জরুরি অবতারণ করে (Akasa Air Flight Emergency Landing )। যাত্রীদের দ্রুত বিমান থেকে বের করে আনা হয়। এরপরেই বিশ্লেষকদের পর্যবেক্ষণে পাঠানো হয়।বারাণসী বিমানবন্দরের পরিচালক পুনীত গুপ্তা বিবৃতি প্রকাশ করে জানান, বিমানটির পুঙ্খানুপুঙ্খ নিরাপত্তা পরীক্ষা করা হয় কিন্তু আপত্তিকর কিছুই পাওয়া যায়নি। বিমানটিকে নিরাপদ ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ, আকাসা এয়ার বিমান QP 1498, ২৯ সেপ্টেম্বর, ২০২৩-এ মুম্বই থেকে বারাণসীতের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে একটি জরুরি সতর্কতা পাঠানো হয়। ক্যাপ্টেন সমস্ত প্রয়োজনীয় জরুরী প্রক্রিয়া অনুসরণ করে বারাণসীতে নিরাপদে অবতরণ করে।