Air India: এয়ার ইন্ডিয়ার বিমান যাত্রীরা ৮০ ঘন্টারও বেশি সময় ফুকেটে আটকে!
থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের যাত্রীরা ৮০ ঘণ্টারও বেশি সময় আটকে থাকার দাবি করেছেন।
নয়াদিল্লি: থাইল্যান্ডের ফুকেটে (Phuket) দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের যাত্রীরা ৮০ ঘণ্টারও বেশি সময় আটকে থাকার দাবি করেছেন। যাত্রীরা বলছেন, এয়ারলাইন্সগুলো যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে। ঘটনাটি ১৬ নভেম্বর রাতে ঘটেছিল, যখন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান ফুকেট থেকে দিল্লির দিকে ওড়ার কথা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে ফ্লাইট ছাড়তে ৬ ঘণ্টা দেরি হয়। এ সময় কোনও ধরনের সুযোগ-সুবিধা ছাড়াই যাত্রীদের বিমানবন্দরে আটকে রাখা হয়। এরপর যাত্রীদের বিমানে উঠানো হলেও ১ ঘণ্টা পর ফ্লাইট বাতিল করে তাঁদের নামানো হয়।
পরের দিন (২৪ ঘন্টা পরে) বিমানটিকে আবার ওড়ানোর জন্য প্রস্তুত করা হয়। যাত্রীদের একই বিমানে তুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু ফ্লাইটটি ২ ঘন্টা ২৪ মিনিট ওড়ানোর পরে প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি ফুকেটে ফিরে আসে। যাত্রীরা এখনও ৮০ ঘন্টা ধরে ফুকেটে আটকে রয়েছেন। যদিও এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ায় যাত্রীদের করা পোস্ট অনুসারে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী ফ্লাইটের ১০০ জনের বেশি যাত্রী ৮০ ঘণ্টারও বেশি সময় ধরে থাইল্যান্ডের ফুকেটে আটকা রয়েছে।