Air India: মাঝ আকশে যাত্রীর অশালীন আচরণ, বিমান সেবিকার শ্লীলতাহানি, এয়ার ইন্ডিয়ায় বিশৃঙ্খলা

মাঝ আকাশে বিমান সেবিকাদের সঙ্গে অভব্য ভাষায় কথা বলেন ওই যাত্রী। এখানেই শেষ নয়। তাঁদের মধ্যে এক বিমান সেবিকাকে অশ্লীলভাবে স্পর্শও করার চেষ্টা করেন তিনি।

Air India Flight (Photo Credits Wikimedia Commons)

নয়া দিল্লি, ৩০ মেঃ মাঝ আকাশে যত গণ্ডগোল। বিমানের মধ্যে কখনও যাত্রীর ধূমপান তো আবার কখনও বিমান সেবিকাদের সঙ্গে অশ্লীল আচরণ, সহ যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, বিমানের সিটে প্রস্রাব নানা কাণ্ড ঘটে গিয়েছে আকাশ পথে। অভিযুক্তরা নিজেদের অপরাধের জন্যে উপযুক্ত শাস্তিও পেয়েছেন। আবারও এক যাত্রীর বিরুদ্ধে উঠল বিমানের মধ্যে অশালীন আচরণ করার অভিযোগ।

গত ২৯ মে এয়ার ইন্ডিয়া (AI 882) বিমানের এক যাত্রীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এয়ার ইন্ডিয়া (Air India) মুখপত্র একটি বিবৃতি প্রকাশ করে জানায়, মাঝ আকাশে বিমান সেবিকাদের সঙ্গে অভব্য ভাষায় কথা বলেন ওই যাত্রী। এখানেই শেষ নয়। তাঁদের মধ্যে এক বিমান সেবিকাকে অশ্লীলভাবে স্পর্শও করার চেষ্টা করেন তিনি।

দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) এয়ার ইন্ডিয়া বিমানটি (Air India Flight) অবতারণ করতেই অভিযুক্ত যাত্রীকে বিমান নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে।