Haryana Assembly Election 2024: বৃহস্পতিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নয়াব সিং সাইনি, রাতেই বিধায়কদের সমর্থনে চিঠি জমা পড়ল রাজ্যপালের কাছে

দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে কুর্সিতে বসতে চলেছেন নয়াব সিং সাইনি। আর এই নিয়ে ইতিমধ্যেই পঞ্চকুলায় বিজেপির নবনির্বাচিত পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দ্বিতীয়বারের জন্য হরিয়ানার (Haryana) মুখ্যমন্ত্রী হিসেবে কুর্সিতে বসতে চলেছেন নয়াব সিং সাইনি (Nayab Singh Saini)। আর এই নিয়ে ইতিমধ্যেই পঞ্চকুলায় বিজেপির নবনির্বাচিত পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। সেখানেই সর্বসম্মতিতে বিধায়ক দলের নেতা হন সাইনি। আর তারপরেই রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়ের কাছে বিধায়কদের সমর্থনে চিঠি পাঠানো হয়। আর তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠান হবে নয়াব সিং সাইনির।

প্রসঙ্গত, ২৪-এ হরিয়ানা বিধানসভা নির্বাচনে সবরকম এক্সিট পোলকে মিথ্যা প্রমাণিত করে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা এসেছে বিজেপি। ৯০টি আসনের মধ্যে ৪৮টি আসনে জিতে সরকার গড়ছে নয়াব সিং সাইনিরা। কংগ্রেস জিতেছিল ৩৭টি এবং আইএনএলডি ২ ও নির্দল প্রার্থীরা ৩টি আসন জিতেছে। ভোটের আগে বিজেপি ব্যাকফুটে থাকলেও রাজ্যবাসী যে ডবল ইঞ্জিন সরকারের ওপর ভরসা রেখেছে তা হরিয়ানার নির্বাচনেই প্রমাণ হয়ে গেল।