IPL Auction 2025 Live

Adhir Chowdhury writes to CM Mamata Banerjee: পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত কর্মীদের মাইনে বাড়ানোর জন্য মমতাকে চিঠি অধীরের

পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত কর্মীদের মাইনে বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

ফাইল ফটো (Photo: Twitter)

কলকাতা: পতঙ্গবাহিত রোগ (Vector-Borne Diseases) নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত কর্মীদের মাইনে বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (West Bengal CM Mamata Banerjee) চিঠি লিখলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Congress MP Adhir Ranjan Chowdhury)।

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে ভেক্টর-বর্ন ডিজিজ কন্ট্রোল পার্সন (Vector-Borne Diseases Control persons) অর্থাৎ পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত কর্মীদের মাইনে (salary) ৫ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার প্রতি মাসে করার অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি (West Bengal Congress chief)। বর্তমানে বাজারমূল্যের যা পরিস্থিতি তাতে ৫ হাজার টাকায় একমাস কোনও কর্মীর সংসার চালানো অসম্ভব বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি। রাজ্য সরকার যেখানে বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সেইরকম এই কর্মীদের কথা ভাবারও অনুরোধ করেছেন তিনি।