IPL Auction 2025 Live

Cyber Fraud: সাইবার জালিয়াতির ফাঁদে পড়ে ৯ লক্ষ টাকা খোয়ালেন রেল আধিকারিক

প্রতারক নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দেন, ভিডিও কলের মাধ্যমে ভুক্তভোগীকে বিচারকের সামনেও হাজির করা হয়...

Cyber Crime (Photo Credits: IANS)

নয়াদিল্লি: সাইবার জালিয়াতদের ফাঁদে পড়ে ৯ লক্ষ টাকা খোয়ালেন এক রেল আধিকারিক। ভুক্তভোগী জানিয়েছেন, সিবিআই অফিসার হিসেবে পরিচয় দিয়ে তাঁকে বলা হয় তিনি একটি মানি লন্ডারিং মামলায় জড়িত ছিলেন এবং তারপর ভিডিও কলের মাধ্যমে তাঁকে বিচারকের সামনে হাজির করা হয়। ৫৯ বছর বয়সী ভুক্তভোগী ছত্রপতি শিবাজি মহারাজ দক্ষিণ মুম্বইয়ের কোলাবায় বসবাস করেন।

১৬ সেপ্টেম্বর সকালে ভুক্তভোগী তাঁর মোবাইল ফোনে একটি ভয়েস-রেকর্ড করা বার্তা পান। তাতে বলা হয়, তাঁর মোবাইল ফোন দুই ঘন্টার মধ্যে ব্লক করা হবে এবং যেকনও প্রশ্নের জন্য তাঁকে তাঁর নম্বর থেকে 'শূন্য' ডায়াল করতে হবে। ভুক্তভোগী সেইমতো '০' চাপলেন, তারপরে একটি ভিডিও কল সক্রিয় হয়ে যায়।

ভিডিও কলের ওপারে নিজেকে সিবিআই অফিসার হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তিটি বলেন, তাঁর মোবাইল নম্বরটি মানি লন্ডারিং মামলায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত। এরপর প্রতারকরা রেল আধিকারিকের অর্থ ও সম্পত্তির বিস্তারিত বিবরণ জেনে নেয়। তারপর প্রতারকরা ভুক্তভোগীকে ব্যাঙ্কে যেতে বলে এবং তাদের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা জমা করতে বলে। তাদের নির্দেশে তিনি ব্যাঙ্কে গিয়ে RTGS-এর মাধ্যমে অর্থ স্থানান্তর করেন। কিন্তু টাকা জমা দেওয়ার পরপরই তিনি বুঝতে পারে তাঁকে প্রতারিত করা হয়েছে। তিনি কোলাবা থানায় একটি অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে সাইবার জালিয়াতির একটি মামলা নথিভুক্ত করা হয়েছে, তদন্ত চলছে।