Maharashtra: তিনতলার কিচেন স্ল্যাব ভেঙে পড়ল একতলায়, বিল্ডিং একাংশ ধসে মৃত্যু এক ব্যক্তিরৃ

কিচেন স্ল্যাব ভেঙে পড়ল মাথায়। আর তাতেই মর্মান্তিকভাবে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের গ্র্যান্ড রোড এলাকার একটি সরকারি আবাসনে।

প্রতীকী ছবি (File Image)

কিচেন স্ল্যাব ভেঙে পড়ল মাথায়। আর তাতেই মর্মান্তিকভাবে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের গ্র্যান্ড রোড (Grant Road ) এলাকার একটি সরকারি আবাসনে। জানা যাচ্ছে, পাঁচতলা বিল্ডিংয়ে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ আচমকাই বিভৎস আওয়াজ হয়। ওই সোসাইটির বাকি বাসিন্দারা ঘটনাস্থলে এসে দেখে গ্রাউন্ড ফ্লোর ধোঁয়ায় ঢেকে গিয়েছে। কিছুক্ষণ পর ধোঁয়া কমলে দেখা যায় বিল্ডিংয়ের একটা অংশ ভেঙে পড়েছে। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে। এরপর পুলিশ ও দমকলের কর্মীরা এসে শুরু করে উদ্ধারকাজ। জানা যাচ্ছে, এই ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ।

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বছর ৩৬-এর সাগর শিবাজি নিকম গ্রাউন্ড ফ্লোরে বসবাস করতেন। এদিন রান্নাঘরে কোনও একটি কাজে গিয়েছিলেন তখনই তাঁর মাথায় ভেঙে পড়ে ওই কিচেন স্ল্যাব। তাঁকে উদ্ধার করে জে.জে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এই ঘটনায় আর কেউ আহত বা নিহত হননি। ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।



@endif