New Year’s Eve Tragedy: জাতপাত বিরোধী মন্তব্য করায় আইনজীবীকে গুলি করে হত্যা করল নিরাপত্তারক্ষী

জাতপাত বিরোধী মন্তব্য করায় নববর্ষের পার্টিতে আইনজীবীকে গুলি (Shot) করে হত্যা করা হয়।

প্রতীকী ছবি (Photo: Pixabay)

বারাণসী: জাতপাত বিরোধী মন্তব্য করায় নববর্ষের পার্টিতে (New Year’s Eve)  আইনজীবীকে গুলি করে হত্যা করা হয়। অ্যাডভোকেট রাঘবেন্দ্র তাদিখানা তিরাহে অবস্থিত একটি লনে নববর্ষের পার্টি চলাকালীন নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হন। অভিযোগ করা হয়েছে যে, জাতপাতের মন্তব্যের ফলে নিরাপত্তা কর্মী এবং আইনজীবীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে যায় যে নিরাপত্তারক্ষী উত্তেজিত হয়ে গুলি চালায়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুন: Japan earthquake: ভেঙে পড়েছে বাড়ি, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, রাস্তায় বড় ফাটল, ভূমিকম্প বিধ্বস্ত জাপান যেন তাসের ঘর

আইনজীবীর জাতভিত্তিক মন্তব্যের জেরে নিরাপত্তাকর্মী ক্ষুব্ধ হন বলে অভিযোগ। এর পর নিরাপত্তাকর্মী তাঁর লাইসেন্স করা পিস্তল দিয়ে রাঘবেন্দ্র সিংকে লক্ষ্য করে গুলি চালান। গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে চারিদিকে হৈচৈ পড়ে যায়। রাঘবেন্দ্রের বন্ধুরা তাকে চিকিৎসার জন্য বিএইচইউ-এর ট্রমা সেন্টারে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে লালপুর পান্ডেপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে।