IIT-Guwahati: হোটেলরুমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটির ছাত্রীর মৃত্যু, তদন্ত চলছে

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-গুয়াহাটির চতুর্থ বর্ষের এক ছাত্রীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

গুয়াহাটি: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-গুয়াহাটি (IIT-Guwahati)-র চতুর্থ বর্ষের এক ছাত্রীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ছাত্রীটি (Female Student) তেলেঙ্গানার বাসিন্দা। তিনি এবং তাঁর তিনজন ব্যাচমেট নববর্ষ উদযাপন করতে ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ইনস্টিটিউট থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে গুয়াহাটিতে একটি হোটেলে এসেছিলেন। তাঁরা অনলাইনে একটি হোটেলে (Hotel)দুটি ঘর বুক করেছিল।

সূত্রে খবর, মধ্যরাতের পরে তাঁরা চেক-ইন করেন। হোটেলের কর্মীরা জানিয়েছেন, তাঁরা মদ্যপ ছিলেন, সে বিষয়ে তপদন্ত চলছে। পরের দিন সকালে ছাত্রীটিকে ওয়াশরুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর বন্ধুরা। দ্রুত তাঁকে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: US: কলোরাডো সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে তাণ্ডব, গ্রেফতার ১

মৃত ছাত্রীর নাম ঐশ্বরিয়া পুল্লুরি। তিনি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের বি.টেক চতুর্থ বর্ষের ছাত্রী। হোটেলে চেক-ইন করেছিলেন আরও একজন মহিলা এবং দুই পুরুষ বন্ধুর সঙ্গে। পুলিশ এই দুর্ভাগ্যজনক ঘটনার সক্রিয়ভাবে তদন্ত করছে।