IPL Auction 2025 Live

Tiger Attack: যোগীরাজ্যে নেকড়ের পর বাঘের হানা, মৃত কৃষক

বন্য এলাকা জলমগ্ন থাকায় লোকালয়ে ঢুকে পড়ে বাঘ এমনটাই অনুমান।

সঞ্জয় বিসওয়াল (ছবিঃANI)

নয়াদিল্লিঃ নেকড়ের আতঙ্কে ঘুম উড়েছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বাহরাইচবাসীর(Bahraich)। এ বার যোগীরাজ্যে ফের আতঙ্ক। এ বার বাঘের(Tiger) হানায় মৃত্যু ৪৫ বছরের কৃষকের(Farmer)। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি( Lakhimpur Kheri) জেলার মুদা আসি গ্রামে(Muda Assi Village)। বন্য এলাকা জলমগ্ন থাকায় লোকালয়ে ঢুকে পড়ে বাঘ এমনটাই অনুমান। এই বিষয়ে সঞ্জয় বিসওয়াল নামক উত্তরপ্রদেশ বন দফতরের এক আধিকারিক জানান, গ্রাম থেজকে ২ থেকে ৩ কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটেছে। তাঁর কথায়, "যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। বাঘের আক্রমণে একজন কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি মুদা আসি গ্রামের বাইরের অংশে অর্থাৎ প্রায় ২ থেকে ৩ কিলোমিটার দূরে ঘটেছে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। বাঘটিকে ঘুমে আচ্ছন্ন করে মারার নির্দেশ রয়েহে আমার কাছে। সেই মতোই কাজ চলছে। বন্য এলাকা জলমগ্ন থাকায় লোকালয়ে ঢুকে পড়ছে পশুরা এমনটাই আমাদের অনুমান।" সবশেষে সাধারণ মানুষকে সতর্ক করেন তিনি। প্রসঙ্গত, অন্যদিকে নেকড়ের আতঙ্কে দিন কাটছে উত্তরপ্রদেশের বাহরাইচের বাসিন্দাদের। গোটা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে নেকড়ের দল। পাঁচটি নেকড়েকে উদ্ধার করা হলেও এখনও অধরা বেশ কয়েকটি। এখনও পর্যন্ত নেকড়ের আক্রমণে প্রাণ গিয়েছে ১০ জনের। আহত বহু। প্রাণে বাঁচতে দরজায় শিকল তুলেছেন অনেকেই। কবে এই আতঙ্ক থেকে মুক্তি মিলবে? সেই আশাতেই বুক বাঁধছে বাহরাইচবাসী।

বাঘের গানায় মৃত্যু ৪৫ বছরের কৃষকের