Khatu Shyam Temple Stampede: রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৩ মহিলা পুণ্যার্থীর মৃত্যু
মর্মান্তিক দুর্ঘটনা ঘটল রাজস্থানের সিকারের খাটু শ্যাম মন্দিরে (Khatu Shyam Temple Stampede)। পবিত্র গ্যারাস উৎসব উপলক্ষে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হল। তিন পুণ্যার্থীই মহিলা।
সিকার, ৮ অগাস্ট: মর্মান্তিক দুর্ঘটনা ঘটল রাজস্থানের সিকারের খাটু শ্যাম মন্দিরে (Khatu Shyam Temple Stampede)। পবিত্র গ্যারাস উৎসব উপলক্ষে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হল। তিন পুণ্যার্থীই মহিলা। সোমবার ভোর থেকে মন্দিরের দরজার সামনে ভক্তদের লাইন পড়ে। সাড়ে চারটে নাগাদ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা বছর ৬৩-র এক মহিলা হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই অজ্ঞান হয়ে যান। তাঁকে ধরতে গিয়ে পিছনের আরও দুই মহিলা পড়ে যেতেই ঘটে বিপত্তি। এতক্ষণ অপেক্ষারত ভিড় আচমকা ফাঁকা জায়গা পেয়ে হুড়মুড়িয়ে পড়লে, তিনজনই পদপিষ্ট হয়ে মারা যান। আরও পড়ুন-Video Of Rhinoceros Racing Down A Street: শহরের রাস্তায় প্রাণপণে ছুটছে গন্ডার, দেখুন ভিডিও
এই মৃত্যুর কারণে মন্দির চত্বরের পরিস্থিতি থমথমে হয়ে আছে। পুলিশ সুপার কে রাষ্ট্রদীপ জানিয়েছেন, গোটা ঘটনাটি আদতে ঠিক কী ঘটেছিল, তা জানতে মন্দির প্রাঙ্গণের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।