Indore: ইন্দোরের সোনার দোকানের ২০ জন কর্মী করোনা পজিটিভ, ক্রেতাদের খোঁজ শুরু করেছে স্বাস্থ্য দপ্তর
শকিং তথ্য দিল সংবাদ সংস্থা এএনআই। একই সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ইন্দোরের (Indore) এক সোনার দোকানের ২০ জন কর্মী। তাঁদের প্রত্যেকেরই করোনাভাইরাসের টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। এখন খোঁজ চলছে সেই সব ক্রেতার যাঁরা ওই সোনার দোকানে এসে সংক্রমিত কর্মীদের সংস্পর্শে এসেছিলেন। এই প্রসঙ্গে ইন্দোরের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার প্রবীণ জাদিয়া বলেছেন, “ওই সোনার দোকানে কোন কোন ক্রেতা অলঙ্কার কিনেছেন তার প্রমাণ আছে। তাই তাঁদের সহজেই চিহ্নিত করা যাবে। কিন্তু অলঙ্কার না কিনেই শুধু দেকে ফিরে গেছেন অনেকে। তাঁদের খুঁজে বের করাটাই চ্যালেঞ্জের।”
মধ্যপ্রদেশ, ১৯ নভেম্বর: শকিং তথ্য দিল সংবাদ সংস্থা এএনআই। একই সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ইন্দোরের (Indore) এক সোনার দোকানের ২০ জন কর্মী। তাঁদের প্রত্যেকেরই করোনাভাইরাসের টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। এখন খোঁজ চলছে সেই সব ক্রেতার যাঁরা ওই সোনার দোকানে এসে সংক্রমিত কর্মীদের সংস্পর্শে এসেছিলেন। এই প্রসঙ্গে ইন্দোরের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার প্রবীণ জাদিয়া বলেছেন, “ওই সোনার দোকানে কোন কোন ক্রেতা অলঙ্কার কিনেছেন তার প্রমাণ আছে। তাই তাঁদের সহজেই চিহ্নিত করা যাবে। কিন্তু অলঙ্কার না কিনেই শুধু দেকে ফিরে গেছেন অনেকে। তাঁদের খুঁজে বের করাটাই চ্যালেঞ্জের।” গত সপ্তাহেই ছিল ধনতেরাস ও দীপাবলি। উৎসব উপলক্ষে ওই সোনার দোকানে ক্রেতা সাধারণের ভিড়ও হয়েছিল চোখে পড়ার মতো। আরও পড়ুন-Mamata Writes Letter To Modi: 'নেতাজি অন্তর্ধান রহস্যের তথ্য সামনে আনুক কেন্দ্র', নেতাজির ১২৫-তম জন্মশতর্বাষিকী উপলক্ষ্যে মোদিকে চিঠি মমতার
যদিও হিন্দি নিউজ রিপোর্ট অনুসারে সংক্রামিতর সংখ্যা অনেক বেশি। নিউজ ১৮ হিন্দির খবর বলছে, ওই সোনার দোকানের ৩১ জন কর্মীর শরীরে মিলেছে কোভিড-১৯ এর জীবাণু। গতকাল বুধবার মধ্যপ্রদেশে নতুন করে ১হাজার ২০৯ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। সেখানে মোট করোনা আক্রান্ত ১ লাখ ৮৬ হাজার ৬৫৫ জন। গতকাল সারাদিনে করোনায় মৃত ১৩ জন। সবমিলিয়ে ওই রাজ্যে কোভিডের বলি ৩ হাজার ১১৫ জন। গত ২৪ ঘণ্টায় ৯১৮ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৪ হাজার ২০২ জন।