2 Trekkers Die: হিমাচলে বেড়াতে গিয়ে মৃত্যু তরুণ-তরুণীর, মৃতদেহ আগলে পোষ্য কুকুর

দুই দিন ধরে মৃতদেহ আগলে তাঁদের পোষ্য কুকুর জার্মান শেফার্ড।

Pet Dog Guards Bodies For 48 Hours (Photo Credit: X)

শিমলা: হিমাচল প্রদেশের বীর বিলিং-এ বেড়াতে গিয়ে দুজন ব্যক্তি মারা গিয়েছেন। দুই দিন ধরে মৃতদেহ (Dead Bodies)  আগলে তাঁদের পোষ্য কুকুর (Pet Dog)।  নিখোঁজ হওয়ার প্রায় ৪৮ ঘন্টা পর তাঁদের মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, তাঁদের পোষ্য জার্মান শেফার্ড কুকুর মৃতদেহ আগলে তাঁদের পাশেই বসে ছিল।

আরও পড়ুন: Fire Breaks Out: গাজিয়াবাদে কার্ডবোর্ড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভানোর চেষ্টা চলছে

মৃত ব্যক্তিরা হলেন পাঞ্জাবের পাঠানকোটের ৩০ বছর বয়সী অভিনন্দন গুপ্ত এবং পুনের ২৬ বছর বয়সী প্রণিতা ওয়ালা। পাহাড় থেকে পড়ে যাওয়ার দুজনের মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে, তবে কর্তৃপক্ষ জানিয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে জানা যাবে।

দেখুন 



@endif