Rajasthan: মেডিকেল প্রস্তুতির চাপ নিতে না পেরে আত্মহত্যা NEET প্রার্থীর
বিগত দুদিন ধরে কোচিং ক্লাসে আসেনি সে। শুক্রবার হোস্টেল রুম থেকে উদ্ধার হয়েছে অভিষেকের ঝুলন্ত মৃতদেহ। মিলেছে তাঁর লেখা সুইসাইড নোটও।
চিকিৎসক হওয়ার পরীক্ষা নিট (NEET) এর চাপ নিতে পারল না ছাত্র। কোটায় (Kota) হোস্টেলের ঘরেই ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল নিট প্রার্থী। মা বাবার জন্যে রেখে গেলেন সুইসাইড নোট। ১৭ বছরের অভিষেক যাদব সুইসাইড নোটে লিখে গিয়েছে, নিট পরীক্ষার (National Eligibility cum Entrance Tes) এই চাপ আর নিতে পারছে না সে। তাই আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাদুয়ান জেলা নিবাসী অভিষেক নিট পরীক্ষার প্রস্তুতির জন্যে দু বছর আগে কোটা এসেছিল। কোটায় হোস্টেলে থেকে কোচিং নিয়ে (Kota Coaching Centre) পড়াশুনা করে মেডিক্যালের জন্যে তৈরি হচ্ছিল সে। কিন্তু যত দিন গিয়েছে পড়ার চাপ ততই বাড়তে থেকেছে। আর চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার মত কঠিন পদক্ষেপ নিয়েছে অভিষেক।
আরও পড়ুনঃ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাকে অশ্লীল ভাবে স্পর্শ, হেনস্থার অভিযোগ ছাত্রের বিরুদ্ধে
পুলিশ জানায়, বিগত দুদিন ধরে কোচিং ক্লাসে আসেনি সে। শুক্রবার হোস্টেল রুম থেকে উদ্ধার হয়েছে অভিষেকের ঝুলন্ত মৃতদেহ। মিলেছে তাঁর লেখা সুইসাইড নোটও। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও অভিষেকের বাবা তাঁর ছেলের মৃত্যুর জন্যে দায়ি করছেন কোচিং সংস্থা গুলোকেই।
নতুন বছরে কোটায় এই নিয়ে ৪ জন ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটল বলে উল্লেখ করেছেন পুলিশ। মাত্রাতিরিক্ত পড়াশুনার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথই বেছে নিচ্ছে তরুণ ছাত্ররা। প্রাথমিকভাবে অভিষেক যাবদের মৃত্যু আত্মহত্যা মনে হলেও CrPC 174 ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যাতে ছাত্রের মৃত্যুর কারণ তদন্ত করে পুরোপুরি ভাবে নিশ্চিন্ত হতে পারে পুলিশ এবং তাঁর পরিবার।