No Warm Clothes To Wear: বিহারে প্রবল শীতেও গায়ে নেই গরম কাপড়, পেটে নেই খাবার, স্কুলে মৃত্যু ১০ বছরের পড়ুয়ার

বিহারের একটি স্কুলে ১০ বছর বয়সী স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

Representative Image (Photo Credit- Pixabay)

বিহার: প্রবল ঠাণ্ডায় বিহারের পূর্ব চম্পারন জেলায় ১০ বছর বয়সী এক স্কুল ছাত্র (School Student)-এর মৃত্যু হয়েছে। ঘটনাটি চকিয়ার আদর্শ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের। মনীশ কুমার নামে ষষ্ঠ শ্রেণির ছাত্রটি স্কুলে প্রেয়ারের সময় অজ্ঞান হয়ে পড়ে। স্কুলের শিক্ষকরা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। শিক্ষকরা তাকে স্থানীয় মহকুমা হাসপাতালে ভর্তি করেন, এবং পড়ুয়ার পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন যখন হাসপাতালে পৌঁছায় ততক্ষণে তার মৃত্যু হয়। আরও পড়ুন: Suchana Seth: ‘ছেলের মুখ দেখলেই প্রাক্তন স্বামীর কথা মনে পড়ত’, ক্ষোভ থেকেই খুন সূচনার?

জেলা শিক্ষা আধিকারিক বলেন, ‘শিশুটি গরম কাপড় না পড়ে এবং না খেয়ে স্কুলে এসেছিল, যে কারণে সে প্রেয়ারের সময় অজ্ঞান হয়ে পড়ে।’ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।



@endif