New Parliament Building First Look: জানেন কেমন দেখতে হয়েছে নয়া সংসদ ভবন? ভিডিয়োতে দেখুন আলোচনার শিরোনামে থাকা এই ভবনের অপরূপ রূপ

আগামী ২৮ মে নয়াদিল্লিতে ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Photo Credits: ANI

নয়াদিল্লি: আগামী ২৮ মে নয়াদিল্লিতে ভারতের (India) নতুন সংসদ ভবনের (New Parliament building) উদ্বোধন (inaugurated) করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ইতিমধ্যেই এই ভবনের উদ্বোধনের পক্ষে ও বিপক্ষে একাধিক বিশিষ্ট মানুষ মন্তব্য করেছেন। সাধারণ মানুষও আলোচনা করছেন ট্রেনে, বাসে বা চায়ের ঠেকে।

এই সবের মাঝেই শুক্রবার সংবাদ সংস্থা এএনআইয়ের (ANI) টুইটার পেজে নতুন সংসদ ভবনের ফার্স্ট লুকের (First look) ভিডিয়ো (Video) পোস্ট করা হয়েছে। যার অপরূপ রূপ দেখে মোহিত হয়েছেন অনেক নেটিজেনই। ভিডিয়োটি পুরো না দেখে নজর ঘোরাতে পারবেন না আপনিও! আরও পড়ুন: June Rainfall: জুনে দেশে বৃষ্টি হবে ৯২ শতাংশের কম, স্বাভাবিকের থেকে বেশী থাকবে তাপমাত্রা

দেখুন ভিডিয়ো: