New Criminal Laws: ভারতীয় আইনে বদল, ১ জুলাই থেকে তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর হতে চলেছে
ভারতীয় আইন ব্যবস্থা থেকে বাতিল হতে চলেছে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়ম।
নয়াদিল্লি: ভারতীয় আইনে বড়সড় বদল। ফৌজদারি বিচার (Criminal Laws) ব্যবস্থার সংস্কারের জন্য যুগান্তকারী পদক্ষেপে। তিনটি নতুন আইন প্রয়োগ হচ্ছে। আগামী মাসের শুরুতেই ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) আইন বাতিল হতে চলেছে । সেই জায়গায় আসবে নতুন আইন, ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়াম (BSA)। এই তিন আইনকে একসঙ্গে ন্যায় সংহিতা (Nyaya Sanhita) বলা হচ্ছে।
এতে ভারতীয় আইন ব্যবস্থা থেকে মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি। ১৮৬০ সালে তৈরি ‘ইন্ডিয়ান পেনাল কোড’ (ভারতীয় দণ্ডবিধি) প্রতিস্থাপিত হয়েছে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ দিয়ে। ১৮৯৮ সালের ‘ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট’ (ফৌজদারি দণ্ডবিধি) প্রতিস্থাপিত হয়েছে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ দিয়ে এবং ১৮৭২ সালের ‘ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট’-এর বদলে আসতে চলেছে ‘ভারতীয় সাক্ষ্য আইন’।
উল্লেখ্য, গত বছর সংসদে আইনগুলি প্রবর্তনের অনুমোদন মিলেছিল। অবশেষে ১ জুলাই দেশ জুড়ে কার্যকর হতে চলেছে তিনটি নতুন ফৌজদারি আইন।