Netflix Series IC814 row: তথ্য সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিবের সঙ্গে বৈঠক নেটফ্লিক্সের কনটেন্ট হেডের
মুক্তির পর থেকেই বিতর্কে জড়িয়েছে নেটফ্লিক্সের সিরিজ IC814: দ্য কান্দাহার হাইজ্যাক ওয়েব সিরিজটি। গত সোমবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তলবের পর মঙ্গলবার ফের নেটফ্লিক্সের কনটেন্ট হেডকে ডাকা হয়েছে।
মুক্তির পর থেকেই বিতর্কে জড়িয়েছে নেটফ্লিক্সের (Netflix) সিরিজ IC814: দ্য কান্দাহার হাইজ্যাক ওয়েব সিরিজটি। গত সোমবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তলবের পর মঙ্গলবার ফের নেটফ্লিক্সের কনটেন্ট হেডকে ডাকা হয়েছে। জানা যাচ্ছে, আজ তথ্য সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিবের সঙ্গে দিল্লির শাস্ত্রী ভবনে বৈঠক আছে মণিকা শেরগিলের। মূলত, নেটফ্লিক্স ইন্ডিয়ার সদস্য মুক্তিপ্রাক্ত সিরিজে দুই চরিত্রের নাম নিয়েই বিতর্কের সূত্রপাত। কার্যত এক গোষ্ঠীর মানুষজন এই সিরিজ এবং নেটফ্লিক্স ইন্ডিয়াকে বয়কট করার ডাক দিয়েছে। এমনকী কেন্দ্র সরকারের কড়া নজরে পড়েছে এই জনপ্রিয় ওটিটি সংস্থা। যদিও এতকিছুর পরেও সিরিজে কোনও বদল ঘটাতে নারাজ সংস্থার কনটেন্ট হেডের।
প্রসঙ্গত বিজয় ভার্মা, নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, দিয়া মির্জা অভিনীত IC814: দ্য কান্দাহার হাইজ্যাক সিরিজটি ১৯৯৯-এর ভারতীয় বিমান হাইজ্যাকের ঘটনা থেকে অবলম্বিত। এর আগে এই ঘটনাটি নিয়ে বেশ কয়েকটি ভারতীয় সিনেমা হয়েছে। তবে কখনই সেভাবে বিতর্ক হয়নি। কিন্তু সদ্য মুক্তিপ্রাক্ত এই সিরিজটিতে আতঙ্কবাদীদের নাম হিন্দু নাম শঙ্কর ও ভোলা রাখায় বিতর্ক শুরু হয়। সত্য ঘটনা অনুযায়ী জঙ্গি সংগঠন হরকত-উল-মুজাহিদ্দিনের সদস্য ইব্রাহিম আখতার, শাহিদ আখতার, সানি আহমেদ, জরুর মিস্ত্রি, শাকিররা হাইজ্যাক করে। এবং তাঁরা প্রথমদিকে নিজেদের নাম হিন্দু নামের সঙ্গে পরিবর্তন করে ঢুকলেও এদের মধ্যে কেউই শঙ্কর বা ভোলা রাথেনি। আর সেই কারণেই এই বিতর্কের সূত্রপাত।