Ajit Doval: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে মাস্টারস্ট্রোক মোদীর? রাশিয়া সফরে যাচ্ছেন অজিত দোভাল

সম্প্রতি ইউক্রেনের সঙ্গে বিরোধ মেটাতে মধ্যস্থতাকারী হিসাবে ভারতের নাম উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। এ বার অজিত দোভালের রাশিয়া সফরের খবর মিলেছে।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (ছবিঃANI)

নয়াদিল্লিঃ রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল(National Security Advisor Ajit Doval)। চলতি সপ্তাহেই মস্কো উদ্দেশে রওনা দেবেন তিনি। রাশিয়া(Russia) ও ইউক্রেনের(Ukraine) মধ্যে চলমান যুদ্ধ থামাতেই মস্কো সফরে যাচ্ছেন বলে সূত্রের খবর।  রুশ-ইউক্রেনকে স্বাভাবিক ছন্দে ফেরাতে আগেই উদ্যোগী হয়েছে ভারত। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ইউক্রেন সফরের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা হয়েছিল প্রধানমন্ত্রীর, এমনটাই খবর। সম্প্রতি ইউক্রেনের সঙ্গে বিরোধ মেটাতে মধ্যস্থতাকারী হিসাবে ভারতের নাম উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। এ বার অজিত দোভালের রাশিয়া সফরের খবর মিলেছে। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী বৈঠক করেই এই সিদ্ধান্ত নিয়েছে। অক্টোবরে কাজানে শীর্ষ আধিকারিকদের বৈঠক রয়েছে। তার আগে ব্রিকসে এনএসএ বৈঠকেও অংশ নিতে পারেন তিনি।  আঁচ করা যাচ্ছে দোভালের কূটনীতিতেই ইতি ঘটতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের।

রাশিয়া সফরে যাচ্ছেন অজিত দোভাল



@endif