PM Narendra Modi: আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশে এখনও নিয়ন্ত্রণে করোনাভাইরাস, মৃত্যুর হারও যথেষ্ট কম, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ যেভাবে বেড়েছে ভারতে সেভাবে থাবা বসাতে পারেনি মারণভাইরাস (Coronavirus)। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের পরিস্থিতি এখন অনেকটাই ভাল। মৃত্যুর হারেও ভারত অন্যান্য অনেক দেশের থেকে অনেক পিছিয়ে। এমনকী, দেশে করোনা আক্রান্তের হারের তুলনায় সুস্থ হয়ে ওঠার হার অনেক বেশি। করোনা ও লকডাউন পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম দফার বৈঠকে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

PM Modi addressing the nation | (Photo Credits: ANI)

নয়াদিল্লি, ১৬ জুন: বিশ্বজুড়ে করোনা সংক্রমণ যেভাবে বেড়েছে ভারতে সেভাবে থাবা বসাতে পারেনি মারণভাইরাস (Coronavirus)। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের পরিস্থিতি এখন অনেকটাই ভাল। মৃত্যুর হারেও ভারত অন্যান্য অনেক দেশের থেকে অনেক পিছিয়ে। এমনকী, দেশে করোনা আক্রান্তের হারের তুলনায় সুস্থ হয়ে ওঠার হার অনেক বেশি। করোনা ও লকডাউন পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম দফার বৈঠকে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

নরেন্দ্র মোদি বলেন, "গত কয়েক সপ্তাহ ধরে বিদেশে আটকে পড়া হাজার হাজার ভারতীয় দেশে ফিরছেন। পরিযায়ী শ্রমিকরা এক রাজ্য থেকে নিজেদের রাজ্যে ফিরছেন। ট্রেন, বাস এবং মেট্রো-সব পরিষেবাই মোটামুটি সচল রয়েছে। তাও সেভাবে লাগামছাড়া বাড়েনি দেশে করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনায় ভারতের পরিস্থিতি যথেষ্ট আয়ত্তে রয়েছে।" আরও পড়ুন: India-China Face-Off: আরএসএসের অনুমোদিত স্বদেশী জাগরণ মঞ্চের চিন ও চিনা পণ্যগুলির অর্থনৈতিক বয়কটের দাবি

মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনাআক্রান্তকারীর সুস্থ হয়ে ওঠার হার বেড়ে দাঁড়িয়েছে ৫২ শতাংশ। এ প্রসঙ্গে মোদি বলেন, "আমাদের জন্য একজন ভারতীয়র মৃত্যুও অত্যন্ত দু:খজনক। কিন্তু বিশ্বের মধ্যে ভারত-ই একমাত্র দেশ যেখানে কোবিড-১৯-এ মৃত্যুর হার সর্বনিম্ন।" সুস্থ হয়ে ওঠার হার আশাজনক এবং করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে থাকলেও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক আরও একবার স্পষ্টভাবে জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, "বাড়ির বাইরে এক পা রাখলেও মাস্ক কিংবা ফেস শিল্ড পরা বাধ্যতামূলক এবং অবশ্যই ব্যবহার করুন স্যানিটাইজার। আসতে আসতে বাজার-দোকান-অফিস সমস্ত কিছুই খুলছে। তাই সাবধনতা অবলম্বন করা বিশেষ প্রয়োজন।"