Narendra Modi: লোকসভা নির্বাচনের ফলাফলের পর প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী

আজ, বুধবার বিকেল ৪ টেয় দিল্লিতে এনডিয়ে জোটের বৈঠক। আর ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরিরা। নতুন সরকার গঠনের সমীকরণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (ছবিঃANI)

নয়াদিল্লিঃ লোকসভা নির্বাচনের ফলাফল (Lok Sabha Election Results 2024) প্রকাশের ২৪ ঘণ্টাও পুরোপুরি কাটেনি। এ বার প্রধানমন্ত্রী(Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ, বুধবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে ইস্তফা দেন তিনি। মোদীর ইস্তফা পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(President Droupadi Murm)। এবং মোদী ও তাঁর মন্ত্রীসভার সদস্যদের পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এটি নিয়মমাফিক ইস্তফা, যা ভোটের ফল প্রকাশের পর আবশ্যিক। শোনা যাচ্ছে, আগামী ৮ই জুন ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেভ নমো। আর তার আগের দিন অর্থাৎ ৭ জুন বিজেপির সংসদীয় দলের বৈঠক রয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে ফল প্রকাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বৈঠকে বসেছে এনডিএ ও ইন্ডিয়া ব্লক, উভয় পক্ষ। আজ, বুধবার বিকেল ৪ টেয় দিল্লিতে এনডিয়ে জোটের বৈঠক। আর ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির থাকছেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়,  তেজস্বী যাদব, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরিরা। নতুন সরকার গঠনের সমীকরণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

দেখুন ভিডিয়ো