Narendra Modi:তিনদিনের বিদেশ সফরে যাওয়ার আগে কী বার্তা দিলেন নরেন্দ্র মোদী?

ব্রুনেইয়ের উদ্দেশে উড়ে যাবেন তিনি। সেখান থেকে পরবর্তী গন্তব্য সিঙ্গাপুর। মঙ্গল সকালে এক্স হ্যান্ডেলে মোদী জানান, ভারত ও ব্রুনেই-এর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪০-তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই সফরে যাচ্ছেন তিনি।

PM Modi(Photo Credit:X)

নয়াদিল্লিঃ তিনদিনের সফরে ব্রুনেই(Brunei) ও সিঙ্গাপুর(Singapore) যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi), একথা আগেই জানিয়েছিল বিদেশমন্ত্রক। এ বার বিদেশ সফরের লক্ষ্য এবং কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানালেন নমো। আজ, ব্রুনেইয়ের উদ্দেশে উড়ে যাবেন তিনি। সেখান থেকে পরবর্তী গন্তব্য সিঙ্গাপুর। মঙ্গল সকালে এক্স হ্যান্ডেলে মোদী জানান, ভারত ও ব্রুনেই-এর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪০-তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই সফরে যাচ্ছেন তিনি। এ ছাড়া এই দুই দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করাও হবে এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য। এই সফরে মহামহিম সুলতান হাজী হাসানাল বলকিয়ার সঙ্গে দেখা করবেন তিনি। এই সাক্ষাতের জন্য উৎসাহী তিনি, এও জানা। এ ছাড়া তিনি আরও লেখেন, "সিঙ্গাপুরে, আমি রাষ্ট্রপতি থারমান শানমুগারত্নম, প্রধানমন্ত্রী লরেন্স ওং, সিনিয়র মন্ত্রী লি সিয়েন লুং এবং ইমেরিটাস সিনিয়র মন্ত্রী গোহ চোক টং-এর সঙ্গে দেখা করব। বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের মাহদ্যমে কীভাবে এই দেশের সঙ্গে আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হওয়া যায় সেই চেষড়া করব।"

তিনদিনের বিদেশ সফরে  নরেন্দ্র মোদী