Narendra Modi: তিনবার পরপর জয়, মোদীকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন বিশ্ব নেতৃত্বরা (দেখুন টুইট)

গতকাল সামনে এসেছে অষ্টদশ লোকসভা নির্বাচনের ফলাফল। ফলাফলে মোটামুটি স্পষ্ট সরকার গড়তে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন ডি এ জোট। ২০১৪ থেকে ২০২৪ টানা তৃতীয়বার দেশে ক্ষমতায় আসার জন্য বিশ্ব নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন জানিয়েছে।

World Leaders Wish to Modi Photo Credit: Twitter& FB

গতকাল সামনে এসেছে অষ্টদশ লোকসভা নির্বাচনের ফলাফল। ফলাফলে মোটামুটি স্পষ্ট সরকার গড়তে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন ডি এ জোট। ২০১৪ থেকে ২০২৪  টানা তৃতীয়বার দেশে ক্ষমতায় আসার জন্য বিশ্ব নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন জানিয়েছে। ইতালী, মরিশাস, ভুটান, নেপাল, মলদ্বীপ এবং শ্রীলঙ্কা থেকে এসেছে শুভেচ্ছা বার্তা।প্রধানমন্ত্রীও শুভেচ্ছা বার্তার জন্য প্রতিটি নেতাকে ধন্যবাদ জানিয়েছেন।

ভারতের সঙ্গে মলদ্বীপ সরকারের সম্পর্ক ক্রমশ অবনতি ঘটেছে বিগত কয়েক মাসে। মহম্মদ মুইজ্জু চিনপন্থী এবং ভারত-বিরোধী হিসাবে পরিচিত। তিনি ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে মলদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ও হয়েছে। তবুও মোদীর জয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মলদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জু। তিনি লেখেন -

প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে, প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়ে দুদেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক আরো জোরদার করার ব্যাপারে মত ব্যক্ত করেন।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে,আগামীদিনে ভারতের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কাজ করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন।

মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ টুইট বার্তায় লেখেন- ঐতিহাসিক তৃতীয় মেয়াদে আপনার প্রশংসনীয় বিজয়ের জন্য অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীজি।

আপনার নেতৃত্বে, বৃহত্তম গণতন্ত্র উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে থাকবে।

মরিশাস-ভারত বিশেষ সম্পর্ক দীর্ঘজীবী হোক।

 

 



@endif