Narendra Modi Congratulates Team India: 'শুধু বিশ্বকাপ নয়, মন জিতেছ' ভারতীয় দলকে বিশ্বজয়ের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর

বিপদের দিনেও যেমন সঙ্গে ছিলেন, ঠিক তেমনই সাফল্যের দিনেও ভারতীয় দলের পাশে থাকতে ভুললেন না প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের উদ্দেশ্যে দিলেন ভিডিয়ো বার্তা।

ভারতীয় দলকে অভিনন্দন মোদীর (ছবিঃX)

নয়াদিল্লিঃ গত নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে হেরে শেষ হয়েছিল ভারতের বিশ্বকাপের (ODI World Cup 2023)  স্বপ্ন। সে দিন রোহিত-বিরাটদের বুকে টেনে সান্তনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। পৌঁছে গিয়েছিলেন ভারতীয় দলের (Team India) ড্রেসিং রুমে। পিঠ চাপড়ে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছিলেন। সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। দীর্ঘ ১১ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ (World Cup) উঠল ভারতের হাতে। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে ট্রফি ছিনিয়ে নিল রোহিত শর্মা (Rohit Sharma)অ্যান্ড কোম্পানি। বিপদের দিনেও যেমন সঙ্গে ছিলেন, ঠিক তেমনই সাফল্যের দিনেও ভারতীয় দলের পাশে থাকতে ভুললেন না প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের উদ্দেশ্যে দিলেন ভিডিয়ো বার্তা। এই বার্তায় তিনি বলেন,"সমস্ত দেশবাসীর পক্ষ থেকে ভারতীয় দলকে অনেক-অনেক অভিনন্দন। ১৪০ কোটি দেশবাসী আজ গর্ববোধ করছেন। খেলার মাঠে বিশ্বকাপ আর দেশের মানুষের হৃদয় দু-ই জিতেছে টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টটি বিশেষ কারণেই মনে থাকবে।" সবশেষে এই ম্যাচকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। ভারতের এই সাফল্যে যে তিনি ভীষণভাবে গর্বিত তা বোঝাতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি তিনি। শুধু তাই নয়, মোদীর পাশাপাশি রোহিত শর্মা ব্রিগেডকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং অমিত শাহেরা। এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, "ভারতকে অন্তর থেকে অভিনন্দন। অদম্য হার না মানার ইচ্ছাশক্তি নিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল। পুরো টুর্নামেন্ট জুড়ে নিজেদের প্রমাণ করেছে ভারত। ফাইনালে এই জয়, ওয়েল ডান টিম ইন্ডিয়া,তোমাদের জন্য আমরা গর্বিত।"

দেখুন কী বলছেন নরেন্দ্র মোদী