Narendra Modi: প্রধানমন্ত্রীর দরবারে হিমন্ত বিশ্ব শর্মা, মোদী সাক্ষাতের অভিজ্ঞতা নিজের মুখেই জানালেন অসমের মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং হিমন্ত বিশ্ব শর্মা (ছবিঃANI)

নয়াদিল্লিঃ সোমবার, ২৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করলেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা IHimanta Biswa Sarma)। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করলেন মোদী। এ দিন অসমের বন্যা (Assam Flood) পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন হিমন্ত। সাক্ষাতের পর সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আজ, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ও দিকনির্দেশনা পাওয়ার পরম সৌভাগ্য হল। এই বৈঠকের আমি তাঁকে অসমের বন্যা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি। অসমের মানুষের সমস্যার কথা জানিয়েছি। চলমান উন্নয়নমূলক কাজের অবস্থা নিয়েও আলোচনা করেছি।" সবশেষে তিনি উল্লেখ করেন, "তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার জন্য অসমের জনগণের পক্ষ থেকে, আমি আবারও প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাই।" প্রসঙ্গত, তিনদিনের দিল্লি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার রাতে দিল্লি পৌঁছন। প্রধানমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করবেন তিনি, এমনটাই জানা গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনআরসি নিয়েও আলোচনা হতে পারে বলে খবর।

হিমন্ত বিশ্ব শর্মার টুইট



@endif