Mumbai Shocker:মাঝ রাতে বিবাদ, মদ্যপ যাত্রীর যৌন হেনস্থার অভিযোগ অটো চালকের বিরুদ্ধে

অটো চালকের ব্যবহারে ওই যাত্রী এরপর কাছের এটিএমে গিয়ে টাকা তুলতে যান। ওই সময় অটো চালক তাঁর এটিএম এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চষ্টা করেন বলে অভিযোগ।

Representational Image (Photo Credit: File Photo)

মুম্বই, ৮ জুন: মদ্যপ যাত্রীর যৌন হেনস্থার অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে।  ভাড়া নিয়ে বিবাদ শুরু হওয়ায়, মদ্যপ যাত্রীর যৌন হেনস্থা করেন অটো চালক।  এমনই অভিযোগ ওঠে মুম্বইয়ের এক অটো চালকের বিরুদ্ধে। শনিবার রাতে মুম্বইয়ের (Mumbai) ঘাটকোপর থেকে অটোয় ওঠেন ৩১ বছরের এক যাত্রী। মত্ত অবস্থায় ওই যাত্রী কোথায় যাবেন অর্থাৎ নিজের গন্তব্য চালককে বোঝাতে পারছিলেন না যাত্রী। মদ্যপ অবস্থায় ওই যাত্রী অটো চালকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। রাত যত বাড়তে শুরু করে, যাত্রীর সঙ্গে অটো চালকের বিবাদও চরম আকার নেয়।  এরপর গন্তব্যে পৌঁছে ২৫০ টাকা ভাড়া হলে, অটো চালককে ওই ব্যক্তি ১০০ টাকা দেন। ওই সময়ই নাকি ওই যাত্রীকে কাছের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ওই অটো চালক তাঁর যৌন হেনস্থা করেন।

আরও পড়ুন: Mumbai- Live-in Relationship and Murder: শ্রদ্ধার স্মৃতি উসকে ভয়াবহ কাণ্ড মুম্বইতে, লিভ-ইন পার্টনারকে খুনের পর দেহ টুকরো করল 'প্রেমিক'

অটো চালকের ব্যবহারে ওই যাত্রী এরপর কাছের এটিএমে গিয়ে টাকা তুলতে যান।  ওই সময়  অটো চালক তাঁর এটিএম এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চষ্টা করেন বলে অভিযোগ।

শনিবারের ওই ঘটনার পর মঙ্গলবার থানায় গিয়ে সংশ্লিষ্ট অটো চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।  যে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়।