Mumbai Rains: মণ্ডপে গণেশ, রাস্তায় জল- গত ২১ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিতে মুম্বই বিপর্যস্ত

রাজ্যের সবচেয়ে বড় উৎসব গণেশ পুজো চলাকালীন মুম্বইয়ে বানভাসী অবস্থা। আবহাওয়া দফতর (IMDB)-র হিসেব বলছে গত ২১ ঘণ্টায় মুম্বইয়ে ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টার কম সময়ে ১০০ মিলিমিটার বৃষ্টি হওয়া মানে মুম্বই পুরো ভেসে যায়। এবারও তাই অবস্থা। যদিও গণেশ পুজোর সময় হওয়ায় প্রশাসন বাড়তি সজাগ থাকায় রাস্তায় জল কিছুটা কম।

মুম্বইয়ে বৃষ্টি। (Photo Credits: PTI)

মুম্বই, ৪ সেপ্টেম্বর: Mumbai Water-Logged- রাজ্যের সবচেয়ে বড় উৎসব গণেশ পুজো চলাকালীন মুম্বইয়ে বানভাসী অবস্থা। আবহাওয়া দফতর (IMD)-এর হিসেব বলছে গত ২১ ঘণ্টায় মুম্বইয়ে ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টার কম সময়ে ১০০ মিলিমিটার বৃষ্টি হওয়া মানে মুম্বই পুরো ভেসে যায়। এবারও তাই অবস্থা। যদিও গণেশ পুজোর সময় হওয়ায় প্রশাসন বাড়তি সজাগ থাকায় রাস্তায় জল কিছুটা কম। রবিবার, গণেশ চতুর্থীর আগের দিন থেকে শুরু হয়েছে বৃষ্টি। সোমবার গণেশ চতুর্থীতেও বেশ বৃষ্টি হয়। মুম্বইবাসীকে ঠাকুর দেখার সুযোগ দেয়নি বেহায়া বৃষ্টি। গতকাল, মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়ে।

চলতি বর্ষায় মুম্বইয়ে এবার নিয়ে মোট চারবার ভাসল। গত জুলাইয়ে দু সপ্তাহের ব্যবধানে দু বার ভেসেছিল আরব সাগরের তীরের শহর। গতকাল সন্ধ্যার পর থেকে মুম্বইয়ের বিভিন্ন জায়গা থেকে জল জমার খবর আসতে থাকে।

মুম্বইয়ের কিং সার্কেল রেলওয়ে স্টেশন, গান্ধী মার্কেটের সামনে বেশ জল জমে। নবি মুম্বই,থানেতেও বিভিন্ন জায়গায় জমে জল। মুম্বইয়ের কিং সার্কেল রেলওয়ে স্টেশন, গান্ধী মার্কেটের সামনে বেস জল জমে। নবি মুম্বই,থানেতেও বিভিন্ন জায়গায় জমে জল। মহারাষ্ট্রে গণেশ পুজো এবার কিছুটা ম্লান রাজ্যের বেশ কিছু অংশে ভয়াবহ বন্যার কারণে। মুম্বইয়ে বেশ কিছু বড় গণেশ পুজোর বাজেট কম করে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করা হয়েছে। দশ দিনের গণেশ পুজো চলাকালীন বৃষ্টিতে উৎসবের আমেজে ভাটা। আগামিকালও বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতের পূর্বাভাস। ব্যাপক বৃষ্টির জন্য মুম্বই পুলিশ জনসাধারণকে সতর্ক করেছে। সব মিলিয়ে আরব সাগরের তীরের বলিউডের শহরে  গণেশ পুজোর আনন্দে বৃষ্টির বিষাদ।