Mumbai: অ্যাপ ক্যাব বুক করতে গিয়ে ৫ মিনিটে গায়েব ২ লক্ষ

যে অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করার চেষ্টা করেন মুম্বইয়ের বাসিন্দা, সেখান থেকে জানানো হয়, তারা টাকা পায়নি। এরপর ওই ব্যক্তি স্ত্রীর ক্রেডিট কার্ড দিয়ে ক্যাব বুক করার চেষ্টা করেন।

Mobile Phone Representational Image (Photo Credits: Pixabay)

মুম্বই, ৭ ডিসেম্বর:  মুম্বই (Mumbai থেকে কেরলে (Kerala) যাওয়ার পথে আগে থেকে ক্যাব বুক করতে গিয়েছিল একটি পরিবার। কোচি বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার জন্য ক্যাব বুক করতে চেয়েছিল মুম্বইয়ের ওই পরিবার। যে অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করার চেষ্টা করেন মুম্বইয়ের বাসিন্দা, সেখান থেকে জানানো হয়, তারা টাকা পায়নি। এরপর ওই ব্যক্তি স্ত্রীর ক্রেডিট কার্ড দিয়ে ক্যাব বুক করার চেষ্টা করেন। স্ত্রীর ক্রেডিট কার্ডের ডিটেলস দিলে, ৫ মিনিটের মধ্যে সেখান থেকে সমস্ত টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। জানা যায়, মুম্বইয়ের ওই বাসিন্দার স্ত্রীর ক্রেডিট কার্ড থেকে ৫ মিনিটের মধ্যে ২ লক্ষ গায়েব হয়ে যায়।

আরও পড়ুন: NCIB: অনলাইন প্রতারণায় টাকা খোয়ালে গ্রাহককে ক্ষতিপূরণ দেবে ব্যাঙ্ক! জানুন কেন

এরপরই মুম্বইয়ের ওই বছর ৬৪-র ব্যক্তি সান্তাক্রুজ থানায় অবিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পর সাইবার ক্রাইম দফতরে জানায় এবং বিষয়টি নিয়ে শুরু হয় তদন্ত।