Mumbai-Delhi Relocation Survey: প্রবল বায়ু দূষণ, দিল্লি, মুম্বইয়ের ৬০% মানুষ শহর পালটে থাকতে চান

Air Pollution In Delhi (Photo Credit: ANI/Representational Image)

প্রত্যেক বছর শীতের শুরুতে দিল্লিতে (Delhi) বাড়তে শুরু করে বায়ু দূষণ। প্রত্যেক বছরের মত এবারও তার অন্যথা হয়নি। শীতের শুরুতে দিল্লিতে যেমন হু হু করে দূষণ বাড়তে শুরু করে, তেমনি মুম্বইয়েরও প্রায় একই হাল। ফলে দিল্লি এবং মুম্বইয়ের (Mumbai) ৬০ শতাংশ মানুষ ভারতের অন্যতম প্রধান দুটি শহর ছেড়ে অন্য কোথাও থাকতে চান। বায়ু দূষণের (Air Pollution)  ফলে মানুষের জীবনে কতটা প্রভাব পড়ছে, এ বিষয়ে সম্প্রতি  একটি সমীক্ষা হলে সেখানে এই তথ্য উঠে আসে। প্রিস্টিন কেয়ার নামে একটি স্বাস্থ্য পরিষেবা বিষয়ক সংস্থা সম্প্রতি সমীক্ষা চালায়। ওই সমীক্ষাতেই উঠে আসে, দিল্লি এবং মুম্বইতে বায়ু দূষণের মাত্রা যে হারে বেড়ে গিয়েছে,তাতে ওই দুই শহরের ৬০ শতাংশ মানুষ অন্যত্র বসবাসের আগ্রহ প্রকাশ করেন।