Mumbai: মুম্বই বিমানবন্দরে মুখোমুখি দু'টি বিমান, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা, দেখুন ভিডিয়ো
এই ঘটনার পর বিমানসংস্থা ইন্ডিগো একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ইন্দোর-মুম্বাই বিমানের পাইলট এটিসি-র নির্দেশ অনুসরণ করেছেন। বিমানবন্দরের অবতরণ করার ছাড়পত্র পাওয়ার পরই বিমানটি মুম্বইয়ের মাটি ছোঁয়। অন্যদিকে এয়ার ইন্ডিয়াও একই কথা জানিয়েছে।
নয়াদিল্লিঃ অল্পের জন্য বাঁচলেন কয়েকশো যাত্রী। মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) একই রানওয়েতে (Runway) মুখোমুখি হয় দু'টি বিমান (Flight)। জানা গিয়েছে ইন্দোর (Indore) থেকে আগত ইন্ডিগোর (Indigo) বিমানটি মাটি ছুঁতেই, এয়ার ইন্ডিয়ার (Air India) তিরুবন্তপুরমগামীএকটি বিমান টেক অফ করে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভুলেই এই বিপত্তি বলে জানা গিয়েছে। ঘটনায় গাফিলতির অভিযোগে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন এয়ার ট্রাফিক কন্ট্রোলের (Air Traffic Control) এক কর্মীকে পদচ্যুত করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে একই রানওয়েতে দু'টি বিমান। দু'টির মধ্যে কয়েকশো মিটারের ফারাক। এই ঘটনার পর বিমানসংস্থা ইন্ডিগো একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ইন্দোর-মুম্বাই বিমানের পাইলট এটিসি-র নির্দেশ অনুসরণ করেছেন। বিমানবন্দরের অবতরণ করার ছাড়পত্র পাওয়ার পরই বিমানটি মুম্বইয়ের মাটি ছোঁয়। অন্যদিকে এয়ার ইন্ডিয়াও একই কথা জানিয়েছে। নির্ধারিত সময়ে এটিচি-এর অনুমতি পেয়েই সেটি টেক অফ করে। তাহলে কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
এই খবরটিও পড়ুনঃ ছত্তিশগড়ে মাওবাদী-যৌথবাহিনীর লড়াই, পুলিশের গুলিতে মৃত ৬ মাওবাদী, উদ্ধার ৩৮ লক্ষ টাকার অস্ত্র