Mumbai Building Collapse: ধ্বংসস্তুপ থেকে বের করে আনা হল ২টি মৃতদেহ, চারজন আহতকে উদ্ধারের পর আরও অনেকের আটকে থাকার আশঙ্কা
মুম্বইয়ে ভেঙে পড়া বহুতল থেকে ১২জনের দেহ উদ্ধার হল। আশঙ্কাজনক অবস্থায় ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হল ৪জনকে। মুম্বইয়ের ডংরি অঞ্চলে এই অঞ্চলের একশো বছরের পুরনো এই বিল্ডিংয়ের ধ্বংসস্তুপে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
Mumbai Building Collapse: মুম্বইয়ে ভেঙে পড়া বহুতল থেকে ২জনের দেহ বের করে আনা হল। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হল ৭জনকে। মুম্বইয়ের ডংরি অঞ্চলে এই অঞ্চলের একশো বছরের পুরনো এই বিল্ডিংয়ের ধ্বংসস্তুপে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবালি বাহিনী। ডোংরি এলাকায় তান্ডেল স্ট্রিটের ভেঙে পড়া এই বহুতলের মধ্যে ১৫টি পরিবারে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
আজ, মঙ্গলবার সকালে মুম্বইয়ের ডংরি অঞ্চলে ১০০ বছরের পুরনো এই চার তলা বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। সকাল সাড়ে ১১টা নাগাদ ভেঙে পড়া এই বিল্ডিংটির ধ্বংসস্তুপের ভিতর ৪০-৫০ জন মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন ভিত্তিতে উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী। রয়েছে অন্তত ৫০টি অ্যাম্বুলেন্স। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দেখুন ভেঙে পড়া বহুতলটির ভিডিও
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-কে উদ্ধারকাজে নামানো হয়েছে। ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধারের জোর চেষ্টা চলছে। যেহেতু কেসরবাড়ি নামের এই বিল্ডিংটি একেবারে সরু গলির মধ্যে তাই উদ্ধারকাজে খুব সমস্য়ার মুখে পড়তে হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উদ্ধারকারী দলের সদস্যদের।
স্থানীয়দের দাবি, এই বিল্ডিংটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ভেঙে পড়েছিল। প্রশাসন এই বিল্ডিংটির খারাপ হালের কথা জেনেও চুপ ছিল বলে অভিযোগ। কাঠগড়ায় উঠেছে মহারাষ্ট্র হাউসিং ও উন্নয়ন পর্ষদ। কী করে এত পুরনো একটা বিল্ডিং এতদিন বিপজ্জনক অবস্থায় পড়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ''প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ভূমিকম্প হল মনে হচ্ছিল প্রথমে কিন্তু তারপর দেখে চোখের সামনে গোটা বিল্ডিংটা হুড়মড়িয়ে ভেঙে পড়ছে। তারপরই সবাই চিত্কার করে ছুটতে থাকে।।''