Mukul Rohatgi Refuses to Appear for TikTok: টিকটকের হয়ে মামলা লড়তে অস্বীকার করলেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগী
চিনা সংস্থা টিকটকের (TikTok) হয়ে মামলা লড়তে অস্বীকার করলেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগী (Mukul Rohatgi)। তিনি বলেন, "ভারত সরকারের বিরুদ্ধে চিনের অ্যাপের হয়ে আমি লড়ব না।" টিকটক সহ মোট ৫৯টি চিনের অ্যাপ ভারতে ব্যান করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে এ ব্যাপারে জানানো হয়েছে, ওই অ্যাপগুলি ‘দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক। সেকারণেই ওই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে।’ তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে।
নতুন দিল্লি, ১ জুলাই: চিনা সংস্থা টিকটকের (TikTok) হয়ে মামলা লড়তে অস্বীকার করলেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগী (Mukul Rohatgi)। তিনি বলেন, "ভারত সরকারের বিরুদ্ধে চিনের অ্যাপের হয়ে আমি লড়ব না।" টিকটক সহ মোট ৫৯টি চিনের অ্যাপ ভারতে ব্যান করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে এ ব্যাপারে জানানো হয়েছে, ওই অ্যাপগুলি ‘দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক। সেকারণেই ওই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে।’ তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে সরকার ব্যান করতেই টিকটক ইন্ডিয়া (TikTok India) মঙ্গলবার বিবৃতি দিয়ে জানায়, ভারতের ব্যবহারকারীদের কোনও তথ্য বিদেশে পাঠানো হয়নি। তাদের তথ্য সুরক্ষিত রয়েছে। টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গান্ধি টুইট করে জানান, ভারতের ব্যবহারকারীদের তথ্য কোনও বিদেশী সরকার বা সংস্থার কাছে পৌঁছয় না। ভারতীয়দের তথ্য সুরক্ষিতই রয়েছে। তিনি বলেন,"আমরা ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা ও সততা বজায় রাখি।" তিনি বিস্তারিতভাবে লেখেন,"টিকটক-সহ ৫৯টি অ্যাপ ব্লক করার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে ভারত সরকার। আমরা বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য ও নিজেদের ব্যাখ্যা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি স্টেকহোল্ডারদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি।" আরও পড়ুন: TikTok India Issues Statement: 'ভারতীয় তথ্য সুরক্ষিতই রয়েছে, বিদেশে পাচার হয়নি', দাবি করে টুইট টিকটক ইন্ডিয়ার
পাশাপাশি এও জানানো হয় যে, "টিকটক প্রাইভেসি ও সিকিউরিটি নিয়ে ভারতীয় আইনে যা বলা আছে, তা সবসময় মেনে চলে। আমরা কখনওই ভারতীয় গ্রাহকদের কোনও তথ্য চিন বা অন্য কোনও বিদেশি সরকারের সঙ্গে শেয়ার করি না। গ্রাহকদের গোপনীয়তা রক্ষার বিষয়টি আমাদের কাছে সবার আগে।"