Unlocking Madhya Pradesh: আনলকের পথে মধ্যপ্রদেশ, পয়লা জুন থেকে লকডাউন তুলছে শিবরাজ সরকার
দেশের প্রথম রাজ্য হিসেবে আনলক শুরুর প্রক্রিয়ার পথে মধ্যপ্রদেশ। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এপ্রিলের মাঝামাঝি থেকে কোভিডের কারণে কার্যত লকডাউনে গিয়েছিল মধ্যপ্রদেশ।
ভোপাল, ২৫ মে: দেশের প্রথম রাজ্য হিসেবে আনলক শুরুর প্রক্রিয়ার পথে মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এপ্রিলের মাঝামাঝি থেকে কোভিডের কারণে কার্যত লকডাউনে (Lockdown) গিয়েছিল মধ্যপ্রদেশ। ৩১ মে পর্যন্ত মধ্যপ্রদেশে লকডাউন জারি আছে। কিন্তু গত দশ দিনে মধ্যপ্রদেশে করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে। পজেটিভিটি রেট ৩.৩৯ শতাংশে নেমে এসেছে। রাজ্যের ১১টি জেলায় পজেটিভি রেট ১ শতাংশের কম। আর চারটি জেলায় পজেটিভিটি হার ৫ শতাংশের কিছু বেশি। আর তাই শিবরাজ সিং চৌহান (
Shivraj Singh Chouhan)-এর সরকার ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। ধীরে ধীরে মধ্যপ্রদেশে করোনা কার্ফুও তুলে নেওয়া হতে চলেছে
। মধ্যপ্রদেশে আজ, মঙ্গলবার দৈনিক সংক্রমণে ৪ হাজারের কাছাকাছি। যেখানে একদিনে কোভিডে সুস্থ হয়ে উঠেছেন ৭,৮৭৩ জন। কোভিডে সুস্থতার হার ৯২ শতাংশ ছাড়িয়েছে। আরও পড়ুন: Coronavirus Cases In India: ৪১ দিন পর ২ লাখের নিচে দৈনিক সংক্রমণ, করোনায় মৃত্যু কমে ৩ হাজারের গণ্ডীতে
আগামী পয়লা জুন থেকেই আনলকের প্রক্রিয়া শুরু হচ্ছে মধ্যপ্রদেশে। তবে আনলকের প্রক্রিয়া শুরু হলেও সাধারণ মানুষের কোভিড বিধি সম্পূর্ণ মেনে চলার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আনলক প্রক্রিয়া তোলার জন্য রাজ্যের মন্ত্রীদের নিয়ে একটি টিমও গড়া হচ্ছে। জেলাভিত্তিক লকডাউন তোলার জন্য কমিটিও গড়া হয়েছে। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীরাই কমিটির দায়িত্বে থাকবেন।
আনলক প্রক্রিয়া শুরু হলেও করোনা পরীক্ষা ও টিকাকরণের কাজ আগের মত গতিতেই চলবে, এবং কোভিড সেন্টারগুলি আগের মতই কাজ করে চলবে বলে জানানো হয়েছে। মধ্যপ্রদেশের মত দিল্লিতেও ধাপেধাপে পয়লা জুন থেকে আনলকের প্রক্রিয়া শুরু হতে পারে। তবে তার জন্য আগামী ক দিনের মধ্যে রাজধানী শহরে সংক্রমণের হার কমতে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।