Milk Prices: ১০০ টাকায় পেট্রোল কেনা দিল্লিবাসীর কাছে কাল থেকে মহার্ঘ দুধও, জানুন নতুন দাম

১১ জুলাই, রবিবার থেকে দিল্লি ও এনসিআর-এ দুধের দাম বাড়তে চলেছে মাদার ডেয়ারি। লিটার প্রতি দু টাকা দাম বাড়ানোর পাশাপাশি দুগ্ধজাত সব প্রোডাক্টের দামই বাড়ানো হচ্ছে। দিল্লিতে পেট্রোলের দাম একশো ছাড়িয়েছে, এখন বাড়ল দুধের দাম বাড়ল। সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস দশা।

দুধ খান রাতে(Photo Credit: Pixabay)

১১ জুলাই, রবিবার থেকে দিল্লি ও এনসিআর-এ দুধের দাম বাড়তে চলেছে মাদার ডেয়ারি। লিটার প্রতি দু টাকা দাম বাড়ানোর পাশাপাশি দুগ্ধজাত সব প্রোডাক্টের দামই বাড়ানো হচ্ছে। দিল্লিতে পেট্রোলের দাম একশো ছাড়িয়েছে, এখন বাড়ল দুধের দাম বাড়ল। সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস দশা।