Moscow-Goa Chartered Flight: মাঝ আকাশে বোমাতঙ্ক! তড়িগড়ি জামনগরে অবতরণ মস্কো থেকে গোয়াগামী বিমানের (দেখুন ভিডিও)
সোমবার বিমানটি অবতরণের কিছু আগেই গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর কাছে একটি হুমকি ফোন আসে । সেখানে বলা হয়, বিমানে বোমা রাখা আছে । এরপরই২৩৬ জন যাত্রী এবং ৮ ক্রু সদস্য নিয়ে বিমানটি গন্তব্যস্থলের বদলে গুজরাতের জামনগরে বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে
মস্কো থেকে গোয়াগামী বিমানে বোমাতঙ্ক । সোমবার (৯ জানুয়ারি) রাতে গন্তব্যে পৌঁছনোর আগেই গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে এই বোমার হুমকি ফোন আসে। এরপরই চার্টার্ড ফ্লাইটটিকে গুজরাটের জামনগরের দিকে ঘুরিয়ে বায়ুসেনার ঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয় । যাত্রীরা সবাই নিরাপদেই আছেন বলে খবর।
জানা গিয়েছে, রাশিয়ার মস্কো থেকে ২৪৪ জন যাত্রী নিয়ে গোয়ার দাবোলিম বন্দরের উদ্দেশে রওনা দেয় বিমানটি । কিন্তু, সোমবার বিমানটি অবতরণের কিছু আগেই গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর কাছে একটি হুমকি ফোন আসে । সেখানে বলা হয়, বিমানে বোমা রাখা আছে । এরপরই২৩৬ জন যাত্রী এবং ৮ ক্রু সদস্য নিয়ে বিমানটি গন্তব্যস্থলের বদলে গুজরাতের জামনগরে বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে । তড়িঘড়ি সেখানে পৌঁছন বম্ব স্কোয়্যাড, স্থানীয় পুলিশ, প্রশাসন ।
অন্য বিমানগুলির থেকে দূরত্ব বজায় রাখতে বিমানটিকে এখন ‘আইসলেশন ওয়ে’- তে রাখা হয়েছে । জানা গিয়েছে, পাইলট, কেবিন ক্রু-সহ সকল যাত্রীরা নিরাপদেই রয়েছে । বিমান অবতরণের পর পরই তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় । গোটা বিষয়টি রাশিয়ার দূতাবাসেও জানানো হয়েছে ।
মস্কো-গোয়া চার্টার্ড ফ্লাইটে বোমার হুমকি ঘটনার পর গোটা এলাকা তল্লাশি চালিয়েছে এনএসজি, তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আজ সকাল ১০.৩০ থেকে ১১ টার মধ্যে বিমানটি জামনগর থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে বলে আশা করা হচ্ছে। তাঁর আগে সমস্ত যাত্রীদের ব্যাগ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে বলেও জানা গেছে জামনগর বিমানবন্দরের তরফ থেকে।