Morbi tragedy: গুজরাটে সেতু ভাঙার ঘটনায় গ্রেপ্তার ৯, এখনও চলছে তল্লাশি
গুজরাটের মোরবিতে (Gujarat's Morbi) কেবল সেতু ভেঙে পড়ার ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত গ্রেপ্তার হল ৯ জন। এদের মধ্যে সেতুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওরেভা (Oreva) কোম্পানির দুজন ম্যানেজার, দুজন টিকিট ক্লার্ক, দুজন ঠিকাদার ও ওই সেতুর দায়িত্বে থাকা তিন জন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে।
মোরবি (গুজরাট): গুজরাটের মোরবিতে (Gujarat's Morbi) কেবল সেতু ভেঙে পড়ার ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত গ্রেপ্তার হল ৯ জন। এদের মধ্যে সেতুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওরেভা (Oreva) কোম্পানির দুজন ম্যানেজার, দুজন টিকিট ক্লার্ক, দুজন ঠিকাদার ও ওই সেতুর দায়িত্বে থাকা তিন জন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে।
এপ্রসঙ্গে গুজরাটের রাজকোট রেঞ্জের (Rajkot range) আইজি অশোক যাদব জানান, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়ের হওয়ার পরে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওরেভা কোম্পানির ম্যানেজার ও টিকিট ক্লার্কও রয়েছে।
রবিবার ছটপুজো উপলক্ষে ছুটি ছিল গুজরাটে। সাধারণ জনতা ভিড় করেছিলেন গুজরাতের মোরবির জনপ্রিয় কেবল সেতুতে। ঠিক সেই সময় সেতু ছিঁড়ে জলে পড়ে যায়। রাতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা যায় সেতু ভেঙে মাচ্ছু নদীতে পড়ে আছেন অনেকে। কেউ সাঁতার কেটে প্রাণরক্ষা করার চেষ্টা করছেন, কেউ ঝুলন্ত ব্রিজের দড়ি ধরে ঝুলে রয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ প্রশাসন।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই জানা গেছে এই দু্র্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৪ জনের। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনও জলে নৌকা ও স্পিডবোট নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।